
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০১:২১ এএম
বর্তমান প্রজন্মে ডিভোর্স-ব্রেকআপ বাড়ার কারণ জানালেন মিঠুন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০১:৪৪ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ভারতের সবচেয়ে দীর্ঘদিন ধরে চলা ডিভোর্স কেসের ওপর নির্মিত পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে কয়েকদিনের মধ্যেই।
আলোচিত এই সিনেমাটির মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং অঞ্জনা বসুকে। সেই ছবি মুক্তির আগে বর্তমান প্রজন্মের সম্পর্কসহ টালিউড, বলিউডের অবস্থা নিয়ে মুখ খুললেন মহাগুরু খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী ব্যাখ্যা করেন যে কেন আজকালকার অধিকাংশ সম্পর্কের আয়ু এত অল্প। অভিনেতার কথায়, এই প্রজন্ম ভালোবাসা হারিয়ে ফেলেছে। ভালোবাসা বিষয়টাকে আজকাল আর কেউ সিরিয়াসলি নেয় না। সবাই যেন স্রোতে গা ভাসাতে ব্যস্ত। সম্পর্কের আয়ু এই জন্যই কমছে। সবাই চাইছেন নিজের মতো করে বাঁচতে। যদিও এটা অপরাধ নয়।
মিঠুন চক্রবর্তী জানান, তিনি সময়ের সঙ্গে সঙ্গে প্রেম পরিণত হওয়ার বদলে লাভ অ্যাট ফার্স্ট সাইট কথায় বিশ্বাস করেন। তার কথায়, ভালোবাসা প্রথম দেখায় হয়। সেই সম্পর্কই যখন বিয়ে পর্যন্ত গড়ায় তখন সেটা কিছুদিন পর একঘেয়ে হয়ে যায়।’
নিজের সফল দাম্পত্য জীবন প্রসঙ্গে মিঠুন জানান, তিনি সেই একঘেয়েমি কাটাতে পেরেছেন বলেই ৫০ বছর ধরে চুটিয়ে সংসার করছেন।
মিঠুন চক্রবর্তী বলেন, কেবল টালিউড নয়, বলিউডেরও দুর্দিন চলছে। তার কথায়, বাংলা ছবির বাজেট তো উঠতেই পারল না। আমি এক কোটি টাকা পারিশ্রমিক নিই। তার বেশি উঠতেই পারল না। তাড়াহুড়ো করে যে টাকা খরচ হয় শুটিং করতে গিয়ে তাতে একটু বেশি সময় নিয়ে ছবি বানালে বাজেট বাড়ে।
তিনি আরও জানান, বলিউডেরও দুর্দিন। একটা বিশেষ দিনের অপেক্ষা করতে হয় ছবি রিলিজের জন্য।
প্রসঙ্গত আগামী ১ মে মুক্তি পাবে শ্রীমান ভার্সেস শ্রীমতি। শাস্ত্রীর পর এটা পথিকৃতের সঙ্গে মিঠুনের দ্বিতীয় কাজ।