
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১০:২৩ এএম
ইউটিউব চ্যানেল খুললেন আমির

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:৩৪ এএম

ষাট বছর বয়সে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের জীবনে নতুন প্রেমের জোয়ার, নতুন প্রেম আর নতুন বসন্তের ছোঁয়া। এবার প্রেমের গাঙ্গে মন দিয়েছেন লাইট-ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থাকা প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। তবে এর মধ্যে প্রেমিকা মিস্টার পারফেকশনিস্টের প্রযোজনা সংস্থার কাজেও যোগ দিয়েছেন। সেই সঙ্গে আরেক স্বপ্নের জগতে প্রবেশ করেছেন তারা।
দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন আমির খান। তিন দশকের ক্যারিয়ারে প্রেমিকার হাত ধরেই নতুন চমক দিলেন অভিনেতা। সেই অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করে নিতেই এবার নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আমির খান।
নিজেকে কোনো দিন একটা ভূমিকায় আবদ্ধ রাখেননি অভিনেতা। কখনো অভিনেতা হিসেবে দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন; আবার কখনোবা তার নব্বইয়ের দশকের রোমান্টিক হিরো ইমেজ তরুণীদের মনে হিল্লোল তুলেছেন। এবার সিনেমাসংক্রান্ত নিজের সেসব অভিজ্ঞতা নিয়েই ইউটিউব চ্যানেল খুলে ফেললেন অভিনেতা। মিস্টার পারফেকশনিস্টের চ্যানেলের নাম ‘আমির খান টকিজ’। কী রকম কন্টেন্ট থাকবে সেখানে? সে কথাও জানিয়েছে তার প্রযোজনা সংস্থা।
আমিরের টিমের পক্ষ থেকে বলা হয়েছে, সিনেমা তৈরির নেপথ্যে যেসব হাসিকান্না, কঠোর পরিশ্রমের মুহূর্ত থাকে, সেগুলোই সোজাসাপটাভাবে তুলে ধরা হবে ইউটিউব চ্যানেলে। দর্শক-অনুরাগীরা দেখতে পাবেন ক্যামেরার নেপথ্যের সব কর্মকাণ্ড। শুধু তাই নয়, ভবিষ্যতে তাদের সিনেমার কোনো দৃশ্য যদি সেন্সরের কোপে পড়ে, সেই ‘আনফিল্টারড’ দৃশ্যও যে ‘আমির খান টকিজে’ দেখা যেতে পারে, তেমন ইঙ্গিতও মিলেছে। আসলে আমিরের শৈল্পিক সত্তা বরাবরই বহমান।