
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৮:২৪ এএম
ব্রিটিশ পার্লামেন্টে অ্যাওয়ার্ড পেলেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম

আরও পড়ুন
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে যুক্তরাজ্যের পার্লামেন্টের জুবিলি রুমে ‘স্টার অব পাকিস্তান’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অভিনেত্রীর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন লেবার এমপি আফজাল খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
হানিয়া আমিরের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য, ব্যতিক্রমী যাত্রা, নজরকাড়া অভিনয় এবং বিনোদন অঙ্গনে অবদানের স্বীকৃতি প্রদান ও উদযাপন করার লক্ষে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
লেবার এমপি আফজাল খানের সঞ্চালনায় এই আয়োজনে উপস্থিত ছিলেন পাকিস্তানের যুক্তরাজ্যস্থ হাইকমিশনারের স্ত্রী ড. সারা নাসিমসহ ব্রিটিশ-পাকিস্তানি সম্প্রদায় এবং একাধিক বিশিষ্ট মিডিয়ার ব্যক্তিত্ব।
আফজাল খান হানিয়ার প্রশংসা করে বলেন, তিনি শিল্প ও সংস্কৃতি অঙ্গনের একটি শক্তিশালী নাম। তার প্রতিভা এবং বিনয়—উভয়ই প্রশংসার যোগ্য।
পুরস্কার গ্রহণের পর হানিয়া বলেন, ‘এখানে আসতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমাদের উচিত, পাকিস্তানকে অনেক উঁচুতে নিয়ে যাওয়া এবং আমাদের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে দেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরা। আমাদের একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিউনিটি হয়ে থাকতে হবে।’
অনুষ্ঠানে হানিয়াকে বলিউডে কাজ ও দিলজিত দোসাঞ্জের সঙ্গে যৌথ কাজ সম্পর্কে প্রশ্ন করা হয়। তবে তার যুক্তরাজ্যে চলমান শুটিং থাকায় বিষয়টি নিয়ে মুখ খুলেননি।
তবে গত বছর দিলজিতের লন্ডন কনসার্টে তাকে মঞ্চে আমন্ত্রণ জানানো ও গান উৎসর্গ করার মুহূর্তটি ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছিল বলে তিনি উল্লেখ করেন।
গত বছরের অক্টোবরে তিনি দিলজিত দোসাঞ্জের লন্ডন কনসার্টে অংশ নিয়েছিলেন। এসময় দিলজিত তাকে মঞ্চে ডেকে তার জনপ্রিয় গান ‘লাভার’ হানিয়াকে উৎসর্গ করেছিলেন।
হানিয়া বলেন, ‘সেই মুহূর্তটি অনেক আনন্দ ও ইতিবাচকতার জন্ম দিয়েছিল। আর্ট মানেই আর্ট। রাজনৈতিক বা অন্য যেকোনো ভিন্নতা মানবতা ও শিল্পকলার মাঝে বাধা হওয়া উচিত নয়।’
অনুষ্ঠানে মারিয়া সোরায়া হানিয়াকে এমন একজন শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেন, যিনি শিল্পের মাধ্যমে আন্তর্জাতিক সীমা অতিক্রম করেছেন এবং বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব তৈরি করেছেন। তিনি হানিয়াকে একজন সাংস্কৃতিক দূত ও তরুণদের আইকন বলে উল্লেখ করেন।
তার ভাষায়, ‘হানিয়া আমির অভিনয় ও ফ্যাশনকে এক নতুন রূপ দিয়েছেন। তিনি নিজের আত্মপ্রকাশের ধরন এবং ব্যক্তিত্বের জন্য সম্মান পাওয়ার যোগ্য।’
অভিনয়ের পাশাপাশি হানিয়া নিজেকে ফ্যাশন ও ব্র্যান্ড অঙ্গনেও প্রতিষ্ঠিত করেছেন। পাকিস্তানের সেলিব্রিটিদের মধ্যে ইনস্টাগ্রামে তার সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে। পাশাপাশি প্রতিবেশি দেশ ভারতেও তার বিশাল ভক্তশ্রেণি রয়েছে।