
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম
আবারও মা হচ্ছেন আলিয়া

আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৭:৪৩ পিএম

আরও পড়ুন
আবারও মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২০২২ সালে রণবীর কাপুরকে বিয়ে করেন এ অভিনেত্রী। একই বছর জন্ম হয় কন্যা সন্তান রাহার। বয়স এখন দু’বছর। মেয়ে একটু বড় হতেই আবার ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছেন রণবীর এবং আলিয়া।
সম্প্রতি রনবীরের এক মন্তব্যে সেটি স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মেয়ের জন্মের পর মেয়ের নাম নিজের শরীরে উল্কি এঁকেছিলেন রনবীর। অভিনেতার জীবনের প্রথম উল্কি ছিল সেটাই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুব শিগগির দ্বিতীয় উল্কি করাব।’ এ মন্তব্য থেকেই ধারনা করা হচ্ছে দ্বিতীয় সন্তানের বাবা মা হবেন এ তারকা দম্পতি। শুধু রণবীর নন, আলিয়াও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তান নিয়ে কথা বলেছেন।
এদিকে কাজের সূত্রে রণবীর এবং আলিয়া দুজনেই এখন সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।