Logo
Logo
×

বিনোদন

দীর্ঘ বিরতি ভেঙে সিনেমার গানে কণ্ঠ দিলেন মিলা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:৫১ পিএম

দীর্ঘ বিরতি ভেঙে সিনেমার গানে কণ্ঠ দিলেন মিলা

একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। ‘বাবুরাম সাপুড়ে’ গানটি দিয়ে ব্যাপক পরিচিতি পান। কনসার্ট মাতাতেন গানটি দিয়ে। কিন্তু ব্যক্তিজীবনের নানান সমস্যার কারণে শ্রোতাপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ নিজেকে আড়াল করে নেন এ সংগীতশিল্পী।

বিয়ে ও সংসার এবং পরবর্তীতে ডিভোর্স ও মামলা- এসব নিয়েই কেটেছে অনেক সময়। তাই দীর্ঘদিন তাকে সেভাবে অডিও গানে পাওয়া যায়নি। দেখা যায়নি প্লেব্যাকেও। অবশেষে বিরতি ভেঙে গত বছর থেকেই গানে ফিরেছেন তিনি। অংশ নিয়েছেন স্টেজ শোতে। এবার প্লেব্যাকেও ফিরলেন এ শিল্পী। 

ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘ইনসাফ’ নামে একটি সিনেমায় গান গেয়েছেন মিলা। ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’, এমন কথামালায় সাজানো এ গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। 

এ গান প্রসঙ্গে মিলা বলেন, ‘যখন শুনলাম শওকত আলী ইমনের সুরে গাওয়ার সুযোগ রয়েছে, তখন আর দ্বিতীয়বার ভাবিনি। এ সুযোগ লুফে নিলাম। বেশ ভালোলাগা নিয়েই গানটিতে কণ্ঠ দিয়েছি। ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান, এটি তেমনই একটি গান। শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পুরণ করবে বলে আমার বিশ্বাস।’ 

এদিকে ঈদে নতুন কোনো গান আসছে না বলেই জানিয়েছেন এ সংগীতশিল্পী। তবে ঈদের পর কনসার্টে অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম