
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০৫:১৩ এএম
সুনীতার সাফল্যে উচ্ছ্বসিত প্রিয়াংকা-জ্যাকি

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৩:২১ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকেপড়া দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বাচ উইলমোর আট দিনের মধ্যে ফিরে আসার কথা থাকলেও, একটা দীর্ঘ চ্যালেঞ্জ ও অ্যাডভেঞ্চারের সম্মুখীন হন তারা। দীর্ঘ ৯ মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসেন তারা, যা ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে সাধারণ জনগণের পাশাপাশি বিনোদন জগতের তারকাদের মাঝেও। পৃথিবীর বুকে তারা পা রাখার পরেই অনেক বলিউড সেলিব্রিটি শুভেচ্ছা জানান তাদের।
অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন— ‘সুনীতা উইলিয়ামস, আপনি আরও একবার প্রমাণ করলেন স্কাই ইজ নট দ্য লিমিট। ওয়েলকাম ব্যাক।’
উইলিয়ামসের একটি ভিডিও পুনরায় শেয়ার করে তিনি বলেন, ‘প্রিয় সুনীতা, আপনাকে পৃথিবীতে ফিরে আসার জন্য স্বাগতম। আমাদের প্রার্থনার উত্তর পেয়েছি। আপনাকে নিরাপদে ও হাসিমুখে ফিরে আসতে দেখে খুব ভালো লাগছে। মহাকাশে ৯ মাসেরও বেশি অনিশ্চিত দিন কাটানোর পর এটি ঈশ্বরের অপার করুণা। ঈশ্বর তোমার মঙ্গল করুক।’
এক্সের পোস্টে বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ লিখেছেন, ‘৯ মাস মহাকাশে কাটানোর জন্য অনেকটা মনের জোর প্রয়োজন। যেটি তুমি প্রমাণ করেছ। সত্যিই অনেকটা মনোবলের প্রয়োজন। প্রমাণ করলে তুমি।’
টালিউড অভিনেতা চিরঞ্জীবী বলেছেন, ‘পৃথিবীতে তোমায় স্বাগতম। সুনীতা উইলিয়ামস ও বাচ উইলমোর। আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন। ৯ মাস পর ফিরে এলেন। এই গল্প অতুলনীয়, মনে রাখার মতো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার। আপনাকে ধন্যবাদ এমন মুহূর্ত আমাদের উপহার দেওয়ার জন্য।’