
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০১:২৪ এএম
‘আলিয়া আমার প্রথম স্ত্রী নন’, এ কেমন মন্তব্য রণবীরের

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৩:০১ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
২০২২ সালের এপ্রিলে, বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের দুই জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের কন্যা রাহাও এখন বড় হয়েছে। তবে হঠাৎই শোনা যাচ্ছে আলিয়া নাকি রণবীরের প্রথম স্ত্রী নন। এ কথা আবার জানিয়েছেন খোদ রণবীর কাপুর।
ম্যাশেবল ইন্ডিয়ার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, একবার একজন নারী পুরোহিতকে নিয়ে তার বাড়িতে চলে এসেছিলেন। এবং বাড়ির গেটে মালা দিয়ে মনে মনে রণবীরকে বিয়ে করেন। তাই সে সময় নাকি রণবীর তার ‘প্রথম স্ত্রী’কে দেখার জন্য মুখিয়ে।
রণবীর বলেন, ‘আমি এটাকে পাগলামি বলব না। কারণ, বিষয়টিকে অনেকেই নেগেটিভ অর্থে ধরে নিতে পারে। তবে একটি মেয়ের গল্প। যার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি। কিন্তু বাড়ির সিকিউরিটি আমায় জানিয়েছিলেন, তিনি একজন পুরোহিতকে সঙ্গে নিয়ে এসেছিলেন। এবং আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়েও করেন। আমি আমার বাবা-মায়ের সঙ্গে যে বাংলোতে থাকতাম, সেখানের গেটে সিঁদুরের টিপ এবং কিছু ফুল রাখা ছিল। আমি তখন শহরের বাইরে ছিলাম। শুনে তো অবাক। ভক্তের পাগলামো আর কী। আমার এখনো সেই প্রথম স্ত্রীর সঙ্গে দেখা হয়নি। আমি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাই বলতেই হয়, আলিয়া আমার প্রথম স্ত্রী নয়।’
আলিয়ার ছোটবেলার ক্রাশ ছিলেন রণবীর, এ কথা সকলেরই জানা। সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ ছবিতে রণবীরকে যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করতে দেখেন, তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। ২০১৪ সালে বলিউডে অভিষেক হয় আলিয়ার। এবং ‘কফি উইথ করণ’-এর সেটেই তিনি রণবীরকে বিয়ের ইচ্ছা প্রকাশও করেছিলেন।