
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৩ এএম
এই বয়সেও প্রেম করছেন আমির, যা বলছে পরিবার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০২:১৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
প্রেম নাকি জাত-পাতের বাধা মানে না। বয়সেরও যে মানে না তা দেখিয়ে দিয়েছেন আমির খান। ৬০ বছর বয়সে আরেকবার প্রেমে পড়েছেন। পরিবারের সঙ্গেও দেখা করিয়েছেন নতুন প্রেমিকাকে। তা নিয়েই আলোচনা। পরিবার কি এই সম্পর্ক মেনে নেবে?
না নেওয়ার কিছু নেই। বরং আমিরের প্রেম নিয়ে তার পরিবার বেশ খুশি। একই সঙ্গে খুশি বলিউড সুপারস্টারের প্রেমিকা গৌরী স্প্রাটকে নিয়ে। দুজনে টানা দেড় বছর প্রেম করছেন। প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নিজের ৬০তম জন্মদিনে সপ্তাহখানেক আগে আমির সংবাদ মাধ্যমে প্রকাশ করেন তার প্রেমিকাকে। কদিন আগে পরিবারের সবার কাছেও নিয়ে যান। অভিনেতার বোন নিখাত খান হেগড়ে গৌরীর সঙ্গে দেখা করে মুগ্ধ হয়েছেন। এরপর সাংবাদিকদের সঙ্গে ক্থা বলেছেন।
নিখাত খান বলেছেন, ‘আমির ও গৌরীর জন্য আমরা সবাই খুব খুশি। গৌরী খুব ভালো মানুষ এবং আমরা চাই তারা দুজন চিরকাল সুখী থাকুক।’
গৌরী বেঙ্গালুরুর বাস করেন। কাজ করেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। তার মা রীতা স্প্র্যাট, বেঙ্গালুরুর একটি নামজাদা বিউটি স্যালোঁর মালিক। গৌরী ব্লু মাউন্টেন থেকে তার স্কুলজীবন শেষ করে লন্ডনের আর্টস বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন এবং ফটোগ্রাফির উপর কোর্স করেন।
গৌরী এবং আমির একে অপরকে চেনেন বহুদিন ধরে। গত ১৮ মাস একসঙ্গে রয়েছেন তারা। গৌরীকে এখনই বিয়ে করার কোনও পরিকল্পনা না থাকলেও আপাতত গৌরীকে নিজের জীবনে প্রেমিকা হিসেবেই স্বীকৃতি দিতে চান আমির। বাকিটা পরে।