
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:৩৫ এএম
তটিনীর প্রেম-পরাজয়ের গল্প

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম

নাটকের বর্তমান প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ক্যারিয়ারের শুরুতেই ভালো গল্পের কিছু নাটক দিয়ে দর্শকদের মন জয় করেছেন। পাশাপাশি নির্মাতাদের দৃষ্টিও কেড়েছেন। তাই অভিনয়েও বেড়েছে ব্যস্ততা।
উৎসবকেন্দ্রিক নাটকে অভিনয়ের পাশাপাশি মাসের অন্যান্য দিনগুলোতেও তার ব্যস্ততা চোখে পড়ার মতো। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের একাধিক নাটকের কাজ শেষ করেছেন তটিনী। ঈদের আগ পর্যন্ত ব্যস্ততা থাকবে বলেও জানান এ অভিনেত্রী।
তবে একটি নাটকের কথা উল্লেখ করে তটিনী বলেন, ‘সম্প্রতি শেষ করলাম ‘ব্রেকিং নিউজ’ নামে একটি নাটকের শুটিং। এটিও ঈদের নাটক। এতে আমার সঙ্গে জুটি হিসাবে রয়েছেন তৌসিফ মাহবুব। এটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। নাটকটি করতে গিয়ে দারুণ সব অভিজ্ঞতা হয়েছে।’
নাটকটির গল্প প্রসঙে খুব একটা আভাস না দিলেও, অভিনেত্রী বলেন, ‘মজার একটি গল্প নিয়ে ও বেশ সিরিয়াস সব চরিত্র নিয়েই এটি নির্মিত হয়েছে। এমন সব ঘটনা এতে ঘটতে থাকবে যা সচরাচর ঘটে না। শহরের এক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে সাংবাদিকের টানাপোড়েনের গল্প প্রেম ও পরাজয়ের মোড়কে নাটকে উঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘এতে আমি একটি টেলিভিশনের সঞ্চালক ও প্রতিবেদক হিসাবে কাজ করি। চরিত্রের নাম মারিয়া।’
নাটকটির চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ। সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এ নাটকটি।