
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম
নতুন বিজ্ঞাপনে নিরব

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম

আরও পড়ুন
ঢাকাই সিনেমার নায়ক নিরব হোসেন। সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপন ও ফটোশ্যুটের কাজ করে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের কাজ করলেন এ নায়ক। তবে এবারের বিজ্ঞাপনচিত্রটির গল্প একটু আলাদা। এতে তুলে ধরা হয়েছে রুপালি জগতের নায়কদের জীবনের গল্প।
বিজ্ঞাপনটিতে নিরবকে দেখা যাবে সেই নায়কের ভূমিকায়। বলা যায়, নিজের পেশাগত পরিচয়ের চরিত্রে নিজেই অভিনয় করলেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন প্রবীর রয় চৌধুরী। এ বিজ্ঞাপনে এবারই প্রথম নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী রেজমিন সেতু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘একজন সিনেমার নায়কের জীবনের সঙ্গে বিজ্ঞাপনটির গল্পের কম্বিনেশন দেখানো হয়েছে। সেই নায়কের দৈনন্দিন জীবনের তিনটি বিষয় এতে দেখা যাবে। যেমন- পেশাগত, ব্যক্তিগত ও পারিবারিক জীবন।’
তিনি আরও বলেন, ‘এতে কাজ করতে গিয়ে বেশ পরিশ্রম করতে হয়েছে। কারণ, এটি বিজ্ঞাপন হলেও তাতে সিনেমার ফ্লেভার পাওয়া যাবে। শিগগিরই এটি বেসরকারি টেলিভিশনগুলোতে প্রচারে আসবে।’
এদিকে আসছে ঈদে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলায়ও দেখা যাবে তাকে।