অতঃপর বিচ্ছেদই বেছে নিলেন ‘চিপ থ্রিলস’ গায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম

প্রখ্যাত অস্ট্রেলিয়ান গায়িকা সিয়া তার দ্বিতীয় স্বামী ড্যানিয়েল বার্নাডের সঙ্গে দুই বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন। ৪৯ বছর বয়সি এই সংগীতশিল্পী সম্প্রতি স্বামী থেকে আলাদা থাকছেন এবং বুধবার লস অ্যাঞ্জেলেসের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।
‘চ্যান্ডেলিয়ার’ খ্যাত এই গায়িকা তাদের বিচ্ছেদের কারণ হিসেবে ‘অপরিবর্তনযোগ্য মতপার্থক্য’ উল্লেখ করেছেন বলে ফিমেল ফার্স্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, এই জনপ্রিয় তারকা গোপনে সন্তানের জন্ম দিয়েছেন, যা সিয়া ও বার্নাডের প্রথম সন্তান। তাদের পুত্রসন্তানটি জন্ম নেয় ২০২৪ সালের ২৭ মার্চ।
এর আগে ২০১৯ সালে দুই কিশোরকে দত্তক নেন সিয়া। তবে এবার তাদের নবজাতক সন্তানের আইনি ও শারীরিক হেফাজতের জন্য আবেদন করেছেন তিনি। এ গায়িকা চান, ড্যানিয়েল যেন তাদের সন্তানের দেখাশোনা করেন।
সিয়া ও ড্যানিয়েল ২০২২ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৩ সালের মে-তে ইতালির পোর্টোফিনোতে একটি ঘরোয়া, মোমবাতির আলোয় সজ্জিত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন; যেখানে মাত্র ৬ জন অতিথি উপস্থিত ছিলেন।
সিয়া এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত এরিক অ্যান্ডার্স ল্যাংয়ের সঙ্গে সংসার করেন।
সংগীতজগতে তার ক্যারিয়ার শুরু করেন ১৯৯০-এর দশকের মাঝামাঝি এসিড জ্যাজ ব্যান্ড ‘ক্রিস্প’-এর গায়িকা হিসেবে। ১৯৯৭ সালে ব্যান্ডটি ভেঙে গেলে তিনি ‘ওনলি সি’ নামে তার প্রথম একক অ্যালবাম অস্ট্রেলিয়ায় প্রকাশ করেন।
এরপর তিনি লন্ডনে চলে যান এবং ব্রিটিশ ব্যান্ড ‘জিরো ৭’-এর জন্য কণ্ঠ দেন। ২০০১ সালে তিনি তার দ্বিতীয় একক অ্যালবাম ‘হিলিং ইজ ডিফিকাল্ট’ এবং ২০০৪ সালে তৃতীয় অ্যালবাম ‘কালার দ্য স্মল ওয়ান’ প্রকাশ করেন।