ইসলামি পোশাক পরে পরকালের কথা বললেন সিমরিন লুবাবা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম

শোবিজের ঝলমলে দুনিয়া ছেড়ে ধর্মের ছায়াতলে ফিরে আসতে দেখা যায় অনেক তারকাকে। সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা।
একসময় নানা কারণে সংবাদ শিরোনামে ছিলেন লুবাবা। নেটিজেনদের কাছে তিনি কখনো হাসির খোরাক হয়েছেন, কখনো সমালোচনার শিকার। তবে বয়সের বিষয়টি বিবেচনায় এনে শেষ পর্যন্ত অনেকেই তাকে নিয়ে সমালোচনা থেকে সরে আসেন।
তবে এবার নতুন এক কারণে আলোচনায় লুবাবা। অনেক দিন ধরেই তিনি নিজেকে ইসলামের পথে পরিচালিত করছেন। তবে শোবিজ থেকে পুরোপুরি সরে যাননি। এখন নিয়মিত ভ্লগিং করছেন—ফুড ব্লগিং, ট্যুর ব্লগিংয়ের পাশাপাশি ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিতি পাচ্ছেন। নেটিজেনদের কাছেও তার এই পরিবর্তন প্রশংসিত হচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লুবাবা তার জীবনের এই পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে, তিনি পরকালের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ইসলামের পথ অনুসরণ করার আহ্বান জানান।
লুবাবার ভাষায়, ‘আশেপাশের মডার্ন-দের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য- পরকাল, সেটা আমরা ভুলে যাই। যেমন আমরা মিডিয়াতে কাজ করি। কাজ করা যায়, কিন্তু কাজের যে ইসলামিক ওয়ে-টা বা উদ্দেশ্যটা আছে, সেটা অনুসরণ করা বেটার। আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন’।
এই পরিবর্তনকে ঘিরে ইতোমধ্যেই অনেকে লুবাবাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার নতুন পথচলার জন্য শুভকামনা জানাচ্ছেন।