প্রথম প্রেমপত্র দেওয়া সেই যুবকের করুণ পরিণতির কথা জানালেন রত্না

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:১১ পিএম

ছবি: সংগৃহীত
চিত্রনায়ক কাজী মারুফের আলোচিত ‘ইতিহাস’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন রত্না। ‘তুমি কই তুমি কই’ গানের মাধ্যমে রোমান্টিক রত্নাকে আজও খুঁজেন দর্শক। কিন্তু শোবিজ অঙ্গনের চাকচিক্য থেকে অনেকটাই দূরে সরে গেছেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী।
তবে চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্য করা গেলেও দীর্ঘ দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি।
খুব অল্প বয়সেই সিনেমায় পা রাখেন রত্না। ২০০২ সালে মাত্র ক্লাস সেভেনে পড়া অবস্থায় ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এ ছবিতে তিনি ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন।
ছোটবেলা থেকেই দেখতে ভীষণ সুন্দরী ছিলেন তিনি। যে কারণে স্কুলে পড়াকালীন সময়েই নাকি অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন। শুধু তাই নয়, রত্নার প্রেমে মশগুল থাকা এক যুবক নাকি বর্তমানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী।
রত্না বলেন, জীবনের প্রথম যেই ছেলেটি আমাকে পছন্দ করেছে, প্রেমপত্র দিয়েছে, তার নাম রনি। পরবর্তীতে আমি জানতে পারলাম, ছেলেটা গাজীপুরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি।
অভিনেত্রী বলেন, আমি জানিনা ছেলেটা কেন সেখানে ভর্তি, তবে এলাকার মানুষ থেকে এমনটাই জানতে পারলাম।
সেই যুবকের কর্মকাণ্ড উল্লেখ করে রত্না বলেন, ‘ছেলেটা বাদামওয়ালার কাছে প্রেমপত্র দিয়ে পাঠিয়েছিল। পরে আমি তাকে খুব গালিগালাজ করি। এই ঘটনায় সে ক্ষুব্ধ হয়ে আমাদের বাড়ির দরজায় তালা ঝুলিয়ে যায়। যে কারণে বাবা পরে রনিকে খুব মারধর করে।আমি বাসার জানালায় বসে থাকলে ছেলেটাকে সবসময় দেখতে পেতাম। তবে এরপরে আর দেখা পাইনি। যে কারণে তাকে ভীষণ মিস করি।
রত্না বলেন, এখন তো আর প্রেমে পড়ার বয়স নেই। কারণ আমার স্বামী রয়েছে, দুই সন্তানের মা আমি। তাই এসব নিয়ে আর ভাবার সুযোগ নেই।