Logo
Logo
×

বিনোদন

৫ দিন অন্তর ঘাড়ে চোট, পা ভেঙে গিয়েছিল আল্লুর, নেপথ্যে কোন কারণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৫১ এএম

৫ দিন অন্তর ঘাড়ে চোট, পা ভেঙে গিয়েছিল আল্লুর, নেপথ্যে কোন কারণ

গত পাঁচ বছর ধরে একটা মাত্র সিনেমাকে নিজের গোটা সময়টা দিয়েছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন। নাম ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘পুষ্পা: দ্য রুল’। গত বছর এ সিনেমার দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার পর বক্স অফিসে যেমন নজির গড়েছে, একই সঙ্গে বিস্তর বিতর্কও হয়েছে এ সিনেমা ঘিরে। হায়দরাবাদের একটি হলে পদপিষ্টের ঘটনা নিয়ে থানাপুলিশ পর্যন্ত পানি গড়ায়। একদিন হাজতবাস হয় আল্লুর। তবে সিনেমার শুটিং চলাকালীনও কম ঝাক্কি পোহাতে হয়নি অভিনেতাকে। পাঁচ দিন অন্তর ঘাড়ে চোট পেতেন তিনি। পা ভেঙে গিয়েছিল তার, তবু প্রতিকূলতার কাছে হার মানেননি আল্লু।

‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে তেলঙ্গানার একটি লোকাচার তুলে ধরা হয়েছে, ‘গঙ্গাম্মা যাতারা’। এই দৃশ্যে হিন্দু দেবীর আরাধনা তুলে ধরা হয় এবং নারীবেশে অবতারণ করেন আল্লু। টানা ২৯ দিন ধরে চলছিল একটা গানের শুটিং। নৃত্যগুরু ছিলেন গণেশ আচার্য। 

প্রাথমিকভাবে এমন একটা গান নিয়ে বেশ ভয়েই ছিলেন তারা। পরে অবশ্য এই গানই সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। আল্লুর হাতে চুড়ি, গলায় হার। পরনে শাড়ি, ব্লাউজ, সঙ্গে চন্দনের সাজ। কখনো আগুনের ওপর দিয়ে হেঁটে চলেছেন, আবার কখনো প্রায় উদ্দাম নৃত্য করছেন তিনি।

গণেশের কথায়—এই গানের শুটিং করার সময় পাঁচ-দশ দিন অন্তর ঘাড়ে চোট পেয়েছেন তিনি। পা ভেঙেছে। তবু থেমে যাননি আল্লু। লেগে থেকেছেন। প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম