
বছর দুয়েক আগে সিনেপর্দায় দেখা গিয়েছিল অনন্ত জলিল ও শাকিব খানের দ্বৈরথ। পর্দায় তো বটেই, বিভিন্ন সাক্ষাৎকারেও তাদের নিয়ে মুখোরোচক প্রশ্ন করতে কার্পণ্য করেননি বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক ও গণমাধ্যমকর্মীরা। আর ভক্তদের মধ্যে লড়াই তো ছিলই। প্রিয় নায়ককে এগিয়ে রাখতে তারাও পিছপা ছিলেন না।
তবে গত তিন ঈদে অনন্তকে আর বড়পর্দায় দেখা যায়নি। সর্বশেষ ‘কিল হিম’ নামে একটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির ছিলেন এ নায়ক। অন্যদিকে শাকিব খান প্রতিবছরই ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হন। যদিও তাকে এখন ‘ঈদনির্ভর’ নায়কই বলা যায়। কারণ, ঈদ ছাড়া তার অভিনীত সিনেমা চলে না, যেটা সর্বশেষ ‘দরদ’ দিয়ে প্রমাণিত।
গত তিন ঈদের মতো এবারের ঈদেও বড়পর্দায় অনুপস্থিত অনন্ত জলিল। কিন্তু হাজির থাকছেন শাকিব খান। প্রেক্ষাগৃহের লড়াইয়ে এ দুই তারকার দ্বৈরথ দেখা না গেলেও ঈদে টিভি পর্দায় কিন্তু হাজির থাকবেন উভয়েই। তাও নতুন সিনেমা নিয়ে। অর্থাৎ তাদের অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা ঈদে টিভি প্রিমিয়ার হবে। একটি অনন্তর ‘কিল হিম, অন্যটি শাকিবের ‘দরদ’। প্রশ্ন হচ্ছে টিভি পর্দায় কীভাবে তাদের ‘দ্বৈরথ’ কীভাবে হিসাব করা হবে?
প্রেক্ষাগৃহে মুক্তি পেলে টেবিল কালেকশন ও টিকিট বিক্রি দিয়ে ব্যবসায়িক হিসাব করা যায়। কার সিনেমা এগিয়ে থাকলো সেটা নির্ণয় করা যায়। কিন্তু টিভিতে সেটা কীভাবে সম্ভব? হ্যাঁ, টিভিতেও সম্ভব। দুটি সিনেমা যখন টিভিতে প্রদর্শিত হবে, তখন কোন সিনেমাটি বেশি দর্শক দেখেছেন, অর্থাৎ সেই সিনেমার টিআরপি দিয়েও দুই তারকা ‘দ্বৈরথ’ দেখা সম্ভব। আর সেটিই হবে এবারের ঈদে।
এমনিতেই ঈদ উৎসবে সিনেমা নিয়ে দর্শকদের পাশাপাশি শিল্পী-কলাকুশলীদের মধ্যেও এক ধরনের উত্তেজনা কাজ করে। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা গুলো নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় ঈদের মাস খানেক আগে থেকেই। প্রধান শিল্পীদের ভক্তদের মধ্যেও সিনেমা নিয়ে চলে নানান তর্কযুদ্ধ। তাতে করে সিনেমার হাইপ সৃষ্টি হয়। অবশ্য এর জন্য সংশ্লিষ্টরাও সিনেমার প্রচারণায় নানান কৌশল অবলম্বন করেন। ঈদের আগেই ঈদের সিনেমা নিয়ে শুরু হওয়া এ তর্কযুদ্ধ সিনেমার প্রতি দর্শক আগ্রহও তৈরি করে। তাতে প্রেক্ষাগৃহে দর্শক সমাগমও বাড়ে। এবার প্রেক্ষাগৃহের পাশাপাশি পাশাপাশি টিভিতেও সিনেমার লড়াইয়ে অংশ নিবেন তারকারা।
দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে টেলিভিশনগুলো সিনেমা নিয়ে রাখে নানা আয়োজন। এবার প্রেক্ষাগৃহের পাশাপাশি টিভি প্রিমিয়ার হতে চলছে দেশের সাত সিনেমার। এগুলোর মধ্যে রয়েছে ‘কিল হিম’, ‘দরদ’, ‘আগন্তুক’, ‘গ্রীন কার্ড’, ‘ডেড বডি’, ‘মাকড়সার জাল’ এবং ‘মেকাপ’। সিনেমাগুলো যারা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি, তাদের জন্যও এটি হতে যাচ্ছে দারুণ সুযোগ। জানা গেছে, ঈদের দিন থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত টানা সাতদিন চ্যানেল আইয়ে প্রচার হবে এ সাত সিনেমা।
ঈদের দিন প্রদর্শিত হবে আলোচিত সিনেমা ‘কিল হিম’। এ সিনেমায় জুটি বেঁধেছেন তারকা দম্পতি জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। ২০২৩ সালের ২২ এপ্রিল এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের পাশাপাশি প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহে ছিল সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, মাসুম পারভেজ রুবেল প্রমুখ।
দ্বিতীয় দিন প্রচার হবে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। এতে তিনি স্বভাবতই ভারতীয় নায়িকা সোনাল চৌহানের সঙ্গে জুটি বেঁধেছেন। পরিচালনা করেছেন অনন্য মামুন। ২০২৪ সালের ১৫ নভেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে খুব একটা সুবিধা করতে পারেনি সিনেমাটি। দর্শক ও প্রেক্ষাগৃহ মালিকদের নিরাশ করেছে শাকিব খানের এ সিনেমা। এতে আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার ও রাহুল দেব প্রমুখ।
ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘আগন্তুক’ সিনেমা। এটি পরিচালনা করেছেন বিপ্লব সরকার। বাণিজ্যিক ঘরানার বাইরের এ সিনেমাটি ২০২৩ সালের ৫ অক্টোবর উত্তর কোরিয়ায় মুক্তি পায়। বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখনও মুক্তি পায়নি সিনেমাটি। এতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হƒদয়, হাসিমুন, নাঈমা তাসনিমসহ অনেকে। সিনেমাটি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবেও অংশ নিয়েছে।
চতুর্থ দিন প্রচার হবে কাজী মারুফ অভিনীত সিনেমা ‘গ্রীন কার্ড’। আমেরিকায় কতটা অসহায় বাংলাদেশিরা সেই চিত্রই তুলে ধরা হয়েছে এ সিনেমায়। এটি যৌথভাবে পরিচালনা করেছেন কাজী হায়াৎ ও রওশন আরা নিপা। ২০২৪ সালের ১১ এপ্রিল এটি মুক্তি পায়। তবে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুখ থুবড়ে পড়ে। এ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতি কাটিতে সিনেমায় ফিরেছিলেন নায়ক মারুফ। এতে আরও অভিনয় করেছেন নুসরাত তিসাম, নাজিদা সৈয়দ, নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিল্পী, কাজী আরিশা, রাফি আহমেদ, আকাশ রহমান প্রমুখ।
ঈদের পঞ্চম দিন প্রচার হবে নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি অভিনীত সিনেমা ‘ডেড বডি’। হরর গল্পের এ সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ ইকবাল। ২০২৪ সালের ৩ মে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তবে খুব একটা সুবিধা করতে পারেনি। দর্শক গ্রহণ করেননি সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মিশা সওদাগর, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান ও কলকাতার অন্বেষা রায় প্রমুখ।
‘মাকড়সার জাল’ নামে একটি সিনেমাও ঈদের ষষ্ঠ দিন প্রিমিয়ার হবে। এটি পরিচালনা করেছেন আকাশ আচার্য্য। নতুন মুখ নিয়ে নির্মিত এ সিনেমাটি মুক্তি পায় ২০২৪ সালের ২০ ডিসেম্বর। দর্শক আগ্রহ না থাকায়, প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেয়া সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হিমাদ্রী হিমু, সামিহা আক্তার ও বড়দা মিঠু প্রমুখ।
এদিকে দীর্ঘদিন সেন্সরবোর্ডে নিষিদ্ধ থাকা সিনেমা ‘মেকাপ’ ঈদের সপ্তম দিন টিভিতে মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় সিনেমাটিকে। অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিলে ‘ইউ গ্রেড’ পেয়ে মুক্তির অনুমতি পায় এটি। চলতি বছরের ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও মুখ থুবড়ে পরে সিনেমাটি। এর আগে ২০২১ সালের ২১ মার্চ এটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেয়া হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি, বিশ্বনাথ প্রমুখ।
এদিকে দীপ্ত টিভিতে ঈদে প্রিমিয়ার হবে তিনটি সিনেমার। এগুলো হলো ‘তুফান’, ‘ওমর’ ও ‘মেঘনা কন্যা। এরমধ্যে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও নাবিলা। সিনেমাটি গতবছর ঈদে মুক্তি পায় এবং ব্যবসায়িকভাবে সফল বলে প্রযোজনা সংস্থার দাবি।
‘ওমর’ও গত ঈদের সিনেমা। মুহাম্মদ মুস্তফা কামার রাজের পরিচালনায় এতে মূল চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পায়নি। ‘মেঘনা কন্যা’ও গত ঈদের সিনেমা। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কাজী নওশাবা। এ সিনেমাটিও ঈদে ব্যর্থ হয়েছে।
এবারের ঈদে আরও কয়েকটি টিভি চ্যানেলেও পঞ্চাশেরও অধিক সিনেমা প্রচার হবে। তবে চ্যানেলগুলো এখনও সেই তালিকা প্রকাশ করেনি।