
ছবি: সংগৃহীত
বর্তমানে স্তন ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। তবে এরই মাঝে, পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের জন্য মক্কায় দেখা মিলল তার। সেখানকার একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী।
শেয়ার করা ছবিতে হিনা খানকে দেখা যায় সবুজ বোরখা ও সানগ্লাসে। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শিফা’। অন্য আর একটি ছবিতে অভিনেত্রীকে একটি ঘরের কোণে মেঝেতে বসে থাকতে দেখা গেছে। নামাজ পড়তেও দেখা গেছে তাকে।
মক্কা যাওয়ার আগে হোটেলের বিছানার কিনারায় বসে নিজের একটি ছবি শেয়ার করে হিনা লিখেছেন, ওমরাহ’র জন্য রেডি। হিনা মক্কায় আসা মানুষের একটি সংক্ষিপ্ত ক্লিপও পোস্ট করেছেন। অভিনেত্রী তার হাতের ওপর রাখা কয়েকটি চুলের ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘বস ইতনে হি হ্যায় অভি (এখনো পর্যন্ত কেবল একটিই রয়েছে)।’
এছাড়া মক্কার অভ্যন্তরে মানুষের সঙ্গে দাঁড়িয়ে নিজের একটি ছবি শেয়ার করে হিনা লিখেছেন, ‘দ্য পারফেক্ট টাইমিং’। তিনি আরও লেখেন, ‘আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ। অভিভূত এবং বাকরুদ্ধ । আল্লাহ যেন আমাকে সম্পূর্ণ শিফা (নিরাময়) প্রদান করেন।
জানা যায়, এই সফরে হিনা খানের সঙ্গে তার ভাই গিয়েছিলেন।
২০২৪ সালের জুলাই মাসে, অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম পোস্টে তার ক্যান্সারের ঘোষণা করেছিলেন, যেখানে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে, তিনি ভাল আছেন এবং তার চিকিৎসা শুরু হয়েছে। রিয়েলিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি ৮’ এবং ‘বিগ বস ১১’-এ দেখা গেছে তাকে। ‘গৃহ লক্ষ্মী’র শুটিং শেষ করার পর হিনার এই রোগ ধরা পড়ে।