পুত্র সন্তানের মা হলেন পাক অভিনেত্রী মারিয়াম নাফিস

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম
-67d936a4854cd.jpg)
পুত্র সন্তানের মা হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার মারিয়াম নাফিস। তার স্বামী চলচ্চিত্র নির্মাতা আমান আহমেদ। নবজাতকের নাম রাখা হয়েছে সাইয়েদ ঈসা আমান আহমেদ।
মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
মারিয়াম নাফিস ‘ইয়াকিন কা সফর’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ পোস্টের মাধ্যমে খুশির সংবাদটি শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ। পৃথিবীতে স্বাগতম, সাইয়েদ ঈসা আমান আহমেদ।’
এছাড়াও, তিনি সামাজিক বিষয়গুলোতে তার মতামত এবং সচেতনতা সৃষ্টির জন্য সোশ্যাল মিডিয়াতে একটি বড় উপস্থিতি বজায় রেখেছেন। তার অভিনয় ক্যারিয়ারে ‘নিম’, ‘ইশক জলেবি’, ‘মোহাব্বত ছোড়ি মেইন’ এবং ‘জান-এ-জাহান’ এর মতো জনপ্রিয় নাটক রয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন নাটকগুলোর একজন পরিচিত মুখ মারিয়াম নাফিস। তিনি ২০১৫ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ২০২২ সালে একটি ছোট এবং ব্যক্তিগত অনুষ্ঠানে আমান আহমেদকে বিয়ে করেন মারিয়াম।