৬০ বছরে বাবার তৃতীয় বিয়ের গুঞ্জন, কেঁদে বুক ভাসাচ্ছেন আমিরকন্যা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:০৪ পিএম

সম্প্রতি ৬০তম জন্মদিন পালন করলেন বলিউড সুপারস্টার আমির খান। আড়ম্বরপূর্ণভাবেই অভিনেতার জন্মদিন পালিত হয়েছে। জন্মদিনেই নতুন প্রেমের কথা সামনে আনলেন আমির। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে বলিপাড়ায়।
২০২১ সালে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের পথে হাঁটেন আমির খান। তবে পরপর দুই সংসার ভাঙলেও পরেও স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক নায়কের।
আমিরের এবারে জন্মদিনের পার্টিতে সঙ্গে ছিলেন না অভিনেতার মেয়ে ইরা। মুম্বাই ফিরেই বাবার কাছে ছুটে যান তড়িঘড়ি। অনেকটা সময় কাটিয়ে যখন বের হলেন, তখন কন্যা কাঁদছেন! চোখের পানি মুছতে মুছতে গাড়িতে উঠতে দেখা গেছে তাকে। পাশে বাবা, তার পিঠে হাত রেখে সামলাচ্ছেন।
বাবার থেকে অনেক দূরে থাকার কষ্টে ইরা কাঁদতে পারেন বলে অনেকে মনে করলেও বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। গুঞ্জন উঠেছে, বাবার ৬০ বছরের প্রেমের খবরেই নাকি কাঁদছে আমির কন্যা! বাবার বিয়ে কিছুতেই মানতে পারছেন না আমির।
ভিডিওটি ভাইরালের পর নেটিজেনদের অনুমান, হয়ত বাবার তৃতীয় সম্পর্ক ঘোষণাতেই আঘাত পেয়েছেন মেয়ে। তাই সাক্ষাতের পর বেরিয়ে আসার সময় চোখের জল ধরে রাখতে পারেননি ইরা।
প্রসঙ্গত, বরাবর আমিরের ঘনিষ্ঠ ইরা। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদের পর তাদের মেয়ে ইরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তখনও তার পাশে ছিলেন আমির।