এবারের ঈদে সুরের মূর্ছনায় ভাসাতে আসছে যেসব শিল্পীর গান

রিয়েল তন্ময়
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:২০ পিএম

ছবি: যুগান্তর
ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে গানের ভূমিকাও অপরিসীম। প্রতি বছরের মতো এবারের ঈদেও আসছে অসংখ্য নতুন গান। জনপ্রিয় সিনিয়রদের পাশাপাশি এ সময়ের শিল্পীরাও তৈরি করছেন নতুন গান। তবে আওয়াজ নেই একদম। যদিও গানের বাজারের আওয়াজ গত কয়েক বছর থেকেই নেই। নীরবেই তৈরি ও প্রকাশ হয় ঈদের গান। ইতোমধ্যেই নতুন গান তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতশিল্পীরা।
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। নিয়মিতই নতুন গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন তিনি। এদিকে রমজানের শুরুতেই বেশ কয়েকটি ইসলামি গান ও গজল গেয়েছেন এ সংগীতশিল্পী। ঈদের গান প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রোতা-ভক্তরা সবসময় আমার গানের অপেক্ষায় থাকেন। তাদের কখনো যেন নিরাশ হতে না হয়, সেজন্য নিয়মিত গান প্রকাশ করি। ঈদেও গান আসবে। এ ছাড়াও ঈদ উপলক্ষ্যে চলতি মাসের শেষেই দেশের বাইরে কনসার্টও রয়েছে।’
গানের যুবরাজখ্যাত দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। স্টেজ শোয়ের পাশাপাশি তিনি এখন নতুন গান প্রকাশেও নিয়মিত। রমজানের শুরু থেকেই তিনি ঈদের গানের কাজ করছেন। এরইমধ্যে ‘ফিরে পাব কি তোমায়?’, ‘জানো কি তুমি’, ‘তুমি শুধু’সহ একাধিক গান তৈরি করে রেখেছেন। যা ঈদে ধারাবাহিকভাবে প্রকাশ হবে। আসিফ বলেন, ‘এখন নিয়মিতই গান প্রকাশ করছি। বিশেষ কিছু কাজ করেছি। এগুলো ঈদে প্রকাশ হবে। সবার ঈদ আনন্দময় হোক।’
দেশের আরেক শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। বছরের পুরো সময়ই গান নিয়ে তার ব্যস্ততা থাকে। স্টেজ শোয়ের পাশাপাশি নিয়মিত গান প্রকাশ করেন এ শিল্পী। রমজান মাস উপলক্ষ্যে স্টেজ শো কম থাকায়, স্টুডিওতে গান রেকর্ডিং ও টিভি অনুষ্ঠান নিয়েই ব্যস্ত তিনি। এ ছাড়াও সাম্প্রতিক সময়েও কয়েকটি গান তিনি প্রকাশ করেছেন। এগুলোকেও ঈদ আয়োজনের মধ্যেই রাখছেন এ শিল্পী। সালমা বলেন, ‘আমি নিয়মিত গান প্রকাশ করি। তাই বিশেষ করে কিছু বলার নেই। এবারও কয়েকটি গান রিলিজ করেছি। এগুলোও ঈদের গান। এ ছাড়া আরও গান নিয়ে কাজ করছি। চলতি মাসেই আমার একাধিক গান প্রকাশ হবে।’
জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তার ব্যস্ততা যেন আকাশচুম্বী। ঈদে একক গানের পাশাপাশি, নাটকের গান ও প্লেব্যাক নিয়েও সমানতালে ব্যস্ত তিনি। ইমরান জানান, ঈদ নিয়ে কাটছে ব্যস্ত সময়। একাধিক গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর-সংগীত নিয়েও কাজ করছেন।
বর্তমান সময়ের ব্যস্ততম শিল্পী দিলশাদ নাহার কণা। ইমরানের সঙ্গে জুটি বেঁধে ঈদের সিনেমার প্লেব্যাকও করেছেন। এ জুটির অনেক জনপ্রিয় গান রয়েছে। এদিকে ঈদে একক গানও প্রকাশ করছেন কণা। পাশাপাশি বেশ কিছু নাটকে গান করেছেন তিনি। যা ঈদে প্রচার হবে বলে জানান। কণা বলেন, ‘গান নিয়েই তো সারা বছর কাজ করি। তবুও ঈদ এলে ব্যস্ততা কিছুটা বেড়ে যায় বা কাজের মধ্যেও আলাদা একটা অনুভূতি হয়। ঈদে একাধিক গান আসছে নাটকের মধ্য দিয়ে। এ ছাড়াও সিনেমার গান তো আছেই।’
বর্তমান প্রজন্মের শিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়াও ঈদে নতুন একটি গান নিয়ে আসছেন বলে জানিয়েছেন। তিনি সবসময় বিশেষ দিবসগুলোতে নতুন গান দেওয়ার চেষ্টা অব্যাহত রাখেন। এবারও সে ধারাবাহিকতা বজায় রেখেছেন। ঈদে নতুন একটি মিউজিক ভিডিও নিজ চ্যানেলেই প্রকাশ করতে চলেছেন। কর্নিয়া বলেন, ‘ঈদ তো স্পেশাল। স্পেশাল দিনে চমক তো থাকছেই। সেভাবেই পরিকল্পনা করেছি এবং কাজ করছি। আমার বিশ্বাস নতুন মিউজিক ভিডিও সবার ভালো লাগবে এবং সবার কাছ থেকে ভালো সাড়া পাব।’
ঈদের গান রেকর্ডিংয়ের পাশাপাশি টিভি আয়োজন নিয়ে ব্যস্ত রয়েছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। সম্প্রতি বিটিভির জন্য একটি ঈদের গানের শুটিং শেষ করেছেন। দ্বৈত এ গানে তার সঙ্গে রয়েছেন বেলাল খান। এ ছাড়াও বিটিভির জন্য আরও একটি গান করেছেন লিজা। শিল্পী জানান, আরও একাধিক টিভি চ্যানেলের গানের শুটিং শেষ করেছেন তিনি। এগুলো ঈদে প্রচারে আসবে। এছাড়া ঈদে টিভি চ্যানেলের লাইভ শোতেও অংশ নেবেন। লিজা বলেন, ‘টিভি আয়োজনেই বেশি ব্যস্ততা চলছে। ঈদে লাইভ শো-তো থাকছেই। এর মধ্যেও ঈদের জন্য দুটো মিউজিক ভিডিওর কাজ করছি। আশা করি দুটিই প্রকাশ হবে। যদি না হয়, অন্তত একটি হলেও এ ঈদে আসছে, আমার শ্রোতা-দর্শকদের জন্য।
সাজিয়া সুলতানা পুতুল ঈদের একাধিক গানের শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকটি টিভি চ্যানেলের লাইভেও অংশ নেবেন তিনি। পুতুল বলেন, ‘ঈদ ঘিরে নতুন গান নিয়ে ভালো সময় পার করছি। টিভি চ্যানেল ছাড়াও দুটি ইউটিউব চ্যানেলেও গান প্রচার হবে।’
গানের রিয়েলিটি অনুষ্ঠান থেকেই উঠে আসেন সংগীতশিল্পী বিউটি। তিনিও সারা বছর গান নিয়েই ব্যস্ত থাকেন। তবুও ঈদকে সামনে রেখে নতুন গান প্রকাশ ও টিভি আয়োজনের শুটিং নিয়েই ব্যস্ততা তার। এরইমধ্যে শেষ করেছেন একাধিক গানের রেকর্ড (দুটি মৌলিক গানও রয়েছে) ও মিউজিক ভিডিওর কাজ। বিউটি বলেন, ‘শ্রোতা-দর্শকদের কথা মাথায় রেখেই এবার আমার দুটি মৌলিক গান নিয়ে আসছি। দুটি গানের কথা ও সুর খুবই সুন্দর। চেষ্টা করি সবসময় ভালো কিছু উপহার দিতে। এ ছাড়া ঈদে আরও কয়েকটি গান আসবে। টিভি আয়োজন তো রয়েছেই।’
এবারের ঈদে সর্বাধিক টিভি চ্যানেলে গান করবেন সংগীতশিল্পী সাব্বির জামান। ঈদের টানা ছয়দিন রয়েছে তার অনুষ্ঠান। এরইমধ্যে সেগুলোর শুটিংও সম্পন্ন করেছেন এ শিল্পী। এ ছাড়াও ঈদে আসছে তার দুটি মিউজিক ভিডিও। সাব্বির বলেন, ‘ঈদের সময়টাতে সব শিল্পীই কমবেশি ব্যস্ত থাকেন গান নিয়ে। আমারও ব্যস্ততা যাচ্ছে। ঈদকে সামনে রেখে গান করতে ভালোই লাগে, এদিকে শ্রোতারাও অপেক্ষায় থাকেন নতুন গানের।’
এ ছাড়াও দেশের প্রায় সব শিল্পীই ঈদে নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বলে জানা গেছে। এরমধ্যে রয়েছেন হাবিব ওয়াহিদ, আঁখি আলমগীর, হৃদয় খান, বেলাল খান, নাজমুন মুনিরা ন্যান্সি, কাজী শুভসহ অনেকেই।