Logo
Logo
×

বিনোদন

ছেলেকে নিয়ে শুভশ্রীর সমুদ্রযাত্রা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:৫৪ পিএম

ছেলেকে নিয়ে শুভশ্রীর সমুদ্রযাত্রা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে সুখের সংসার তার।  অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টেও তা স্পষ্ট। বর্তমানে শুভশ্রী ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিং নিয়ে। তবে এর মাঝেও সন্তানদের সময় দেওয়াটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জানুয়ারিতে পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন শুভশ্রী। সেখানকার একটি সুন্দর মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে। সুযোগ পেলেই সপরিবারে ঘুরতে বের হন এই তারকা দম্পতি। কখনো আবার তাদের সঙ্গে থাকেন কাছের বন্ধুবান্ধবরাও। 

তবে এবার বিশেষ নজর কাড়ল মা-ছেলের এক অন্যরকম মুহূর্ত— যেখানে সমুদ্র সৈকতে মায়ের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ইউভান!

ভিডিওতে দেখা যায়, শুভশ্রী প্রিন্টেড স্কার্ট ও সাদা টপ পরে আছেন। অন্যদিকে ইউভান ছিল দারুণ উচ্ছ্বসিত। একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিল। মা শুভশ্রীও কোনো ক্লান্তি ছাড়াই সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।

প্রথমেই ইউভান জানতে চাইল, ‘এই সমুদ্রে কি শার্ক (হাঙর) আছে?’ শুভশ্রী হাসিমুখে বললেন, ‘সমুদ্রের মাঝে আছে।’ এরপর তিনি উল্টো ইউভানকে জিজ্ঞেস করলেন, তার জাহাজের কথা মনে আছে কি না। তবে মায়ের প্রশ্নের উত্তর না দিয়েই ইউভান নতুন প্রশ্ন করে বসল— ‘আমার বন্ধু আরভ কোথায়?’

শুভশ্রী জানালেন, ‘সে হোটেলে আছে।’ এরপর শুভশ্রী ইউভানকে প্রশ্ন করলেন, সে কি বাড়ি ফিরে যেতে চায়, নাকি সমুদ্রের ধারেই থাকতে চায়? এক মুহূর্তও চিন্তা না করে ইউভান বলে উঠল, ‘আমি সমুদ্রেই থাকতে চাই!’

ছেলের আবদার ফেলতে পারলেন না শুভশ্রী। তাকে পিঠে নিয়েই সমুদ্রের দিকে হাঁটতে শুরু করলেন মা।

সন্তানের সঙ্গে এমন সুন্দর সময় কাটানোর মুহূর্ত দেখে ভক্তরা শুভশ্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ বলেছেন, তিনি একজন অনুপ্রেরণাদায়ী মা। আবার অনেকের মতে, মা-ছেলের এই মধুর সম্পর্ক চিরকাল অটুট থাকুক!

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম