Logo
Logo
×

বিনোদন

‘ওই কিরে, মধু মধু’তে গা ভাসালেন মেহজাবীন-আদনানও

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৬:২৮ পিএম

‘ওই কিরে, মধু মধু’তে গা ভাসালেন মেহজাবীন-আদনানও

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরমুজ ব্যবসায়ীর ‘ওই কিরে, ওই কিরে, মধু মধু’ ডায়লগটি ভাইরাল হয়েছে। নেটিজেনদের মধ্যে এই ডায়লগটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এবার এই মজার স্রোতে গা ভাসালেন শোবিজ তারকারাও। সদ্য বিবাহিত তারকা দম্পতি আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীও যোগ দিলেন ‘ওই কিরে ওই কিরে’ উন্মাদনায়!

সম্প্রতি জমকালো আয়োজনে দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিয়েছেন পরিচালক আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের অনুষ্ঠানে তাদের ভালোবাসামাখা নানা মুহূর্তের ঝলক দেখা গেছে। সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও এবার শেয়ার করেছেন আদনান, যা দেখে নেটিজেনরা হাসি থামাতে পারছেন না।

ভিডিওতে দেখা যায়, বিয়ের পোশাকে থাকা মেহজাবীনের মাথা থেকে ঘোমটা সরিয়ে নিচ্ছেন আদনান। দুজনের চোখে-মুখে আনন্দ আর উচ্ছ্বাস। আদনান আদর করে মেহজাবীনের কপালে চুমু এঁকে দেন। উপস্থিত অতিথিরাও এই দৃশ্য দেখে আপ্লুত হন।

আর এই সুন্দর মুহূর্তের ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ীর বচন— ‘আল্লাহ তুমি ইজ্জত রাইখো, ওই কিরে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই কিরে।’

ভিডিওটির ক্যাপশনে দুবার ‘মাশাআল্লাহ’ লিখেছেন আদনান। আর কমেন্ট সেকশনে মজা করে মেহজাবীন লিখেছেন, ‘এইসব কি রে!’

এই ভাইরাল ব্যবসায়ীর সংলাপ নিয়ে আদনান-মেহজাবীনের এমন মজার পরিবেশ দেখে হাসিতে ফেটে পড়েছেন তাদের ভক্তরাও! অনেকে ভক্ত মজা করতেও ছাড়ছেন না। একজন মজা করে আদনানকে উদ্দেশ্য করে লিখেছে, ‘ভাই জিতছেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম