Logo
Logo
×

বিনোদন

আমি মুখ খুললে নাসির-ইলিয়াসের সংসারে আগুন জ্বলবে : সুবাহ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৬:০৭ পিএম

আমি মুখ খুললে নাসির-ইলিয়াসের সংসারে আগুন জ্বলবে : সুবাহ

বিনোদন জগতের আলোচিত অভিনেত্রী-গায়িকা হুমায়রা সুবাহ। দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে কাজ করলেও তেমন কোনো সফলতা নেই। বরং কাজের চেয়ে ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় এসেছেন।  

হুমায়রা সুবাহর সঙ্গে একসময় ক্রিকেটার নাসির হোসেনের সম্পর্ক ছিল। এটি তখন তুমুল চির্চিত একটি বিষয়ে পরিণত হয়। পরে তাদের সম্পর্কের ছেদ ঘটে। এমনকি নাসিরের দাম্পত্য জীবন নিয়েও সুবাহ কম জলঘোলা করেননি।

নাসিরের পর সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবাহ। কিন্তু মাত্র এক মাসের মধ্যেই সেই সংসার ভেঙে যায়। তখন তিনি স্বামীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ভাইরাল করার মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। তাদের বিচ্ছেদের পর সুবাহ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

যদিও এসব ঘটনা এখন অতীত, তবুও প্রাক্তনদের প্রসঙ্গ প্রায়ই উঠে আসে তার জীবনে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে প্রাক্তনদের নিয়ে কথা বলতে শোনা গেছে সুবাহকে।

সুবাহ বলেন, আমি আপাতত প্রাক্তনদের নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি সিঙ্গেল। আবার তাদের কিন্তু বাচ্চা-কাচ্চাও হয়ে গেছে, ম্যারিড লাইফ তাদের। দেখেন আমি যদি এবার তাদের নিয়ে কিছু বলি, টুইস্ট করার জন্য, তাহলে সংসারে আগুন লাগবে। আর আমি কারো সংসারে আগুন লাগাতে চাই না। তারা ভালো থাকুক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম