নাবিলার উপস্থাপনায় ঈদ আনন্দমেলায় মৌ তিশা বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:২৭ পিএম

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রতি বছর ঈদে বর্ণিল অনুষ্ঠান আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। এ অনুষ্ঠানমালার মধ্যে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ থাকে দর্শক আগ্রহের কেন্দ্রে। এ আয়োজনে নাচ মানেই ভিন্নধর্মী পরিবেশনা।
এবার আনন্দমেলায় নাচ পরিবেশন করবেন বরেণ্য নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী। বিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ আয়োজনের মাধ্যমেই দীর্ঘদিন পর নাচ নিয়ে হাজির হবেন অভিনেত্রী তিশা। আর তিশা ও বুবলীর নাচের কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। অন্যদিকে নিজের কোরিওগ্রাফিতে নাচ পরিবেশন করবেন মডেল মৌ।
জানা গেছে, রামপুরায় বিটিভির নিজস্ব অডিটরিয়ামে আনন্দমেলার শুটিংয়ে শিগগিরই অংশ নেবেন তারকাশিল্পীরা। আয়োজন নিয়ে বিটিভির অনুষ্ঠান নির্বাহী ও আনন্দমেলার প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘বেশ বড় আয়োজন নিয়ে ‘আনন্দমেলা’র পরিকল্পনা করেছি। অনেক নামিদামি তারকা হাজির হবেন এ অনুষ্ঠানে। গান ও নাচ, চমৎকার কিছু স্কিডসহ হরেক রকম আয়োজন থাকবে।
অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও অভিনেতা মামনুন ইমন। এর আগে ২০১৮ সালে ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেন অভিনেত্রী নাবিলা। ওই সময় তার সঙ্গে ছিলেন সজল নূর। ৭ বছর পর ফিরলেন নাবিলা। তবে এবার তার সহযোগী সজল নূর নয়; অভিনেতা মামনুন ইমন।
এ বিষয়ে অভিনেত্রী নাবিলা বলেন, এর আগেও আমি আনন্দমেলার উপস্থাপনা করেছি। দ্বিতীয়বারের মতো উপস্থাপনা করতে যাচ্ছি। আনন্দমেলা প্রযোজকরা খুব করে চাইছিলেন এটি যেন আমি উপস্থাপনা করি। তিনি বলেন, এটি একটি লিজেন্ডারি শো। ছোটবেলা থেকেই এটি দেখে দেখেই বড় হয়েছি। আনন্দমেলার মাধ্যমে দেশের মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা থাকে বিটিভির। সব কিছু ভেবেই অনুষ্ঠানটি উপস্থাপন করতে রাজি হয়েছি।
মাহবুবা ফেরদৌস ছাড়াও ৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মো. হাসান রিয়াদ ও মোহাম্মদ মনিরুল হাসান। ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাতে।
ঈদ আনন্দমেলার কোরিওগ্রাফি প্রসঙ্গে সোহাগ বলেন, ‘বিটিভির আনন্দমেলা মানেই অন্যরকম আয়োজন। এতে নানা কিছু সমাহার ঘটে। এর মধ্যে নাচ নিয়ে দর্শকের তুমুল আগ্রহ থাকে। দীর্ঘদিন পর কোনো টিভি আয়োজনে ফিরছেন তিশা। শবনম বুবলীও ভিন্নধর্মী পরিবেশনা নিয়ে হাজির হবেন। প্রত্যেকে তাদের অভিনীত সিনেমার গানেই নাচবেন। দুজনের সঙ্গেই আয়োজন নিয়ে পরিকল্পনা করেছি। আগামী ২১ মার্চ থেকে রিহার্সেল শুরু। আশা করছি, জমজমাট একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপহার পেতে যাচ্ছেন দর্শকরা’।
এদিকে শবনম বুবলী বলেন, ‘এক বছর আগে ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে নাচ করেছি। আবার নাচ নিয়ে হাজির হব একই আয়োজনে। নিজের সিনেমার প্রিয় কিছু গানের সঙ্গে নাচব। আশা করছি, পরিবেশনাটি দর্শকদের পছন্দ হবে’।