Logo
Logo
×

বিনোদন

তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৩:৪৭ পিএম

তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

ছবি: সংগৃহীত

সিএমভির ব্যানারে আসছে ঈদের বিশেষ নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। আর এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম অভিনেতাদের একজন তৌসিফ মাহবুব। অন্যদিকে নায়িকা হিসাবে আছেন জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহা। তারা নাটকের এই সময়ের আলোচিত দুই পাত্রপাত্রী। নাটকটিতে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তারা। এর চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। নাঈম ফুয়াদের সিনেমাটোগ্রাফিতে বিশেষ এই নাটকে উঠে আসবে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া এক নতুন দম্পতির গল্প।

নির্মাতা শিহাব শাহীন বলেন, একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিক যে জটিলতাগুলো তৈরি হয় একে অপরকে বুঝতে, মূলত সেদিকটাই উপজীব্য করে গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোমান্টিক, ঠিক তেমনি প্র্যাকটিক্যালও।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, এবারের ঈদে সিএমভির ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তির প্রস্তুতি রয়েছে, যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত কবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম