
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম
বিচ্ছেদ হলেও শাকিবকে সাবেক বলতে নারাজ অপু

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০২:৫৭ পিএম

আরও পড়ুন
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন। তাদের বিয়ের প্রায় আট বছরের মাথায় জন্ম নেয় প্রথম সন্তান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে আব্রাম খান জয়ের জন্ম হয়। কিন্তু সেই সময় শাকিব অপুর পাশে ছিলেন না। পিতা হিসেবে শাকিব খান দায়িত্বও নেননি। কেবল টাকা-পয়সা দিয়েই তিনি দায়িত্ব শেষ করেছেন। এর এক বছর পরই ভেঙে যায় তাদের সংসার। আলাদা হয়ে যায় দুজনের পথচলা। অপুর সঙ্গে দূরত্বের পরই ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন কিং খান। তবে সেই সংসারেও থিতু হতে পারেননি অভিনেতা।
সময়ের সঙ্গে শাকিব-বুবলীর মধ্যকার দূরত্ব বেড়ে যায়। অন্যদিকে অপুর সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করে। ফলে বিচ্ছেদের পরও সন্তানের জন্য এই দুই তারকার বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা হয়, নিজেদের মধ্যে কথাবার্তা হয়। এমনকি বিদেশেও তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায়।
কিন্তু একটা সময়ে অপু বিশ্বাসের কণ্ঠে শাকিবকে নিয়ে নানা হতাশা ও আক্ষেপের গল্প শোনা গেলেও এখন সাবেক স্বামীর প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে সম্মান জানিয়ে অপু বলেছেন, শাকিব আমার স্বামী। তাই তার প্রতি সবসময়ই সম্মানটা থাকবে। এ ছাড়া সে আমার সন্তানের বাবা, এটাও তার প্রতি সম্মান বৃদ্ধির অন্যতম কারণ।
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হলেও নায়ককে নিজের সাবেক বলতে নারাজ অভিনেত্রী। বরং শাকিব ও আব্রাম খান জয়কেই নিজের পরিবার বলে মানেন তিনি। এ ক্ষেত্রে অপু উদাহরণ টেনেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবারের।
অভিনেত্রী বলেন, আমার বরাবরই শাহরুখ খান খুব পছন্দের। সে জায়গা থেকে আমার খুব ইচ্ছা ছিল— গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম, তাদের বাচ্চার নাম আব্রাম, আলহামদুলিল্লাহ আমারও কিন্তু তেমনই পরিবার।
শাহরুখপুত্রের সঙ্গে নিজের ছেলের নামের প্রসঙ্গ টেনে অপু বলেন, ‘শাহরুখ খানের ছোট ছেলের নাম আব্রাম। আমার ছেলের নামও আব্রাম খান জয়। এটাও বেশ ভালো লাগে।