Logo
Logo
×

খেলা

সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কী করবেন তাসকিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:৪০ পিএম

সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কী করবেন তাসকিন

নায়ক শাকিব খানের সঙ্গে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ

তাসকিন আহমেদের সুদিন চলছে। জাতীয় দলের একমাত্র ক্রিকেটার হিসেবে নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা হয়েছে তার। এর মধ্যেই সামনে এসেছে তার সিনেমায় অভিনয়ের ভাবনার কথা।

রোববার (১৬ মার্চ) রিমার্ক-হারল্যানের এক অনুষ্ঠানে হোটেল শেরাটনে হাজির হয়েছিলেন তাসকিন। এই কোম্পানির ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খান। বিএসটিআইয়ের ‘হালাল’ সার্টিফিকেট পাওয়া উদ্‌যাপনের এই অনুষ্ঠানে তাসকিনের কাছে ছিল সিনেমা নিয়েও প্রশ্ন।

অনুষ্ঠানের মঞ্চে ওঠার পর তার কাছে উপস্থাপিকা জানতে চান, ‘শাকিব ভাই যদি তার সঙ্গে সিনেমা করার প্রস্তাব দেন। এটা কি আপনি লুফে নেবেন?’

জবাবে তাসকিন বলেছেন, ‘এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং হবে। কিন্তু এই অফার এখন পেলে শাকিব ভাই-ই আমাকে বলবেন, তুমি ভালোমতো খেলে অবসর নাও। এরপর আমার সঙ্গে আসো।’

এই মন্তব্যের মাধ্যমে তাসকিন পরিষ্কার করে দিয়েছেন, অবসরের আগে ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চান না তিনি। নিজের সব মনোযোগ ২২ গজেই রাখতে চান এই গতিতারকা।

এছাড়া রিমার্ক-হারল্যানের অনুষ্ঠানে দেশের অন্যতম শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়েও প্রশংসা ঝরেছে তার কণ্ঠে, ‘শাকিব ভাই তো কিংবদন্তি। আমাদের সবার প্রিয়। শাকিব ভাই, সামনাসামনি আসলে আপনি অনেক সুন্দর একজন মানুষ।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম