Logo
Logo
×

বিনোদন

শাকিব-নিশোদের চ্যালেঞ্জ জানাতে তৈরি মোশাররফ করিম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:০২ পিএম

শাকিব-নিশোদের চ্যালেঞ্জ জানাতে তৈরি মোশাররফ করিম

ভিডিও থেকে নেওয়া

ঈদকে সামনে রেখে জমে উঠেছে বাংলাদেশের সিনেমা অঙ্গন। ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমার টিজার এরই মধ্যে প্রকাশিত হয়েছে। এবার সে ধারায় প্রকাশ্যে এলো মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ সিনেমার টিজার।

শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘চক্কর ৩০২’ সরকারি অনুদানে নির্মিত। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মুক্তি পাওয়া টিজারে মোশাররফ করিমকে পাওয়া গেল গোয়েন্দা চরিত্রে।

টিজার দেখে বোঝা যায়, হত্যা রহস্য ঘিরে আবর্তিত হবে গল্প। যেখানে উঠে আসবে জীবনের নানান অন্ধকার দিক। সব মিলিয়ে টিজারটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

এর আগে সিনেমার গল্প নিয়ে পরিচালক জীবন বলেন, ‘গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প। দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, তারিন জাহান, সুমন আনোয়ার, শাশ্বত দত্তসহ আরও অনেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম