
নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত ভালোবাসা দিবসে প্রচার হয় তার অভিনীত ‘মন দুয়ারি’ নামে নাটক। এতে তার সঙ্গে জুটি বাঁধেন তরুণ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহা। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।
নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকরা বেশ আগ্রহ নিয়ে দেখেন। অল্প সময়ের মধ্যেই কোটি ভিউয়ের মাইলফলক অর্জন করে এটি। ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষেও দেখা গেছে। এ নাটকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অপূর্ব-নীহা বেশ আলোচনার জন্ম দেন। দেশের দর্শকরা এ জুটির প্রতি এতটাই আকর্ষণ বোধ করেছেন যে, ইউটিউব চ্যানেলে মন্তব্যের তাদের নিয়ে নতুন নাটক নির্মাণের দাবি জানান। নির্মাতাও দেখছিলেন এ জুটি নিয়ে এক্সপেরিমেন্টাল কাজের সাফল্য কতটা আসে। ফলাফল পেলেন হাতেনাতে। তখন থেকেই প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাদের নিয়ে পুণরায় নাটক নির্মাণ করছেন। আর দর্শকদের দাবি সেই সিদ্ধান্ত নিতে সাহস যুগিয়েছে আরও বেশি।
সম্প্রতি একই নির্মাতা অপূর্ব ও নীহাকে নিয়ে নতুন নাটক নির্মাণের ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমে অপূর্ব-নীহার সঙ্গে একটি ছবি শেয়ার করে পরিচালক লিখেছেন, ‘আবারও আসছি আমরা। নতুন কিছু নিয়ে, নতুন আয়োজনে। আপনাদের ভালোবাসার বিপরীতে আপাতত এটুকুই বলতে পারছি।’
তবে এ জুটিকে নিয়ে কবে নাটক নির্মাণ করবেন, ঈদে আসবে কিনা নতুন কোনো নাটক- এ বিষয়ে পরিচালক এখনই কিছু জানাতে নারাজ।
এদিকে নাটকের বাইরে সিনেমা নিয়েও ব্যস্ত সময় কাটান অপূর্ব। কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘চালচিত্র’ নামে একটি সিনেমা। এটিই টালিউডে তার অভিষেক সিনেমা। দর্শকরা এতে তার অভিনয়ের প্রশংসা করেছেন। এমনিতেই কলকাতায় অপূর্বর আলাদা দর্শক-ভক্তশ্রেণি রয়েছে। তাদেরও দাবি ছিল প্রিয় অভিনেতাকে নিয়ে সিনেমা নির্মাণের। ‘চালচিত্র’র মাধ্যমে তাদের সেই আশা পূরণ হয়েছে বলে জানা গেছে।
এদিকে নতুন সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেতা। তবে সেটা নিয়ে বিস্তারিত এখনই বলতে চাইছেন না। অন্যদিকে নীহা আপাতত নাটকেই ব্যস্ত। সিনেমায় অভিনয়ে কথা থাকলেও সেটা এখনও বাস্তবে রূপ নেয়নি।