Logo
Logo
×

বিনোদন

বিয়ে না করেই দুই সন্তানের ‘মা’ পুষ্পা-২ নায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:০২ পিএম

বিয়ে না করেই দুই সন্তানের ‘মা’ পুষ্পা-২ নায়িকা

অল্প সময়ে দক্ষিণী সিনেমায় শক্ত জায়গা করে নিয়েছেন। ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা-২’তে একটি গানে তার নাচ ঝড় তুলেছিল বিনোদন পাড়ায়। চলতি বছরে বলিউডেও অভিষেক হতে যাচ্ছে তার। এতে তার বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে।

ব্যক্তিগত জীবনে অবিবাহিত হলেও তিনি এখন দুই সন্তানের জননী। অনাথ আশ্রমের ২ শিশুকে সযত্নে বড় করে তুলছেন এ অভিনেত্রী।

সিনেমা জগতের এ নতুন তারকার নাম শ্রীলীলা।  অভিনেত্রীর জন্ম হয়েছিল ২০০১ সালে। মা স্বর্ণলতার সঙ্গে বেঙ্গালুরুতে থাকেন। যিনি একজন বিখ্যাত চিকিৎসক। মায়ের মতোই চিকিৎসক হতে চেয়েছিলেন নায়িকা। তাইতো দ্বাদশ শ্রেণির পর এমবিবিএস পড়া শুরু করেছিলেন। ২০২২ সালে স্নাতক শেষ করেছিলেন। এরপর এই অভিনেত্রী দুই প্রতিবন্ধী শিশুকে দত্তক নিয়েছিলেন এবং ২১ বছর বয়সেই দুই সন্তানের জননী বনে গেছেন।

এদিকে শ্রীলীলা খুব শীঘ্রই অনুরাগ বসুর সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করতে চলেছেন। এ সিনেমায় অভিনয় করার সুবাদে কার্তিকের সঙ্গে শ্রীলীলার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে, তবে এই নিয়ে কথা বলেননি কেউই। 

শ্রীলীলা ‘বাই টু লাভ’ ছবি দিয়ে অভিনেত্রী হিসেবে অভিষেক করেছিলেন। তার সম্পত্তির পরিমাণ ১৫ কোটি টাকা বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, শ্রীলীলা প্রথমে প্রতি ঘণ্টায় ৪ লাখ টাকা চার্জ করতেন, পরে তার পারিশ্রমিক বেড়ে ১.৫ কোটি টাকা হয়েছিল। এরপর তিনি ৩ কোটি টাকা চার্জ করতে শুরু করেছিলেন। আর এখন অভিনেত্রীর পারিশ্রমিক ৪ কোটি টাকা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম