নেটদুনিয়ায় ঝড় তুলেছেন সাবেক শামিপত্নী হাসিন জাহান, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৩:৫৫ পিএম
-67d3fe468b69b.jpg)
হোলি কব হ্যায়, কব হ্যায় হোলি— হঠাৎ এই প্রশ্ন কেন? তার অবশ্য কারণ আছে। ফেসবুকে ভারতের বোলার মোহাম্মদ শামির সাবেক স্ত্রী হাসিন জাহান এক ভিডিও শেয়ার করেছেন। এরপর থেকে সেই প্রশ্নটা অনেকেই করছেন। কারণ এ বছর হোলি পড়েছে শুক্রবার (১৪ মার্চ)। অথচ তার আগেই রঙ খেলায় মেতে উঠলেন হাসিন জাহান। এখানেই শেষ নয়; বিষয়টি নিয়ে যে আলোচনা হচ্ছে, তার কারণ— এক জনপ্রিয় ভোজপুরী গানের তালে নাচ করতে দেখা গেছে শামির সাবেক স্ত্রীকে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন খেলতে ব্যস্ত ছিলেন মোহাম্মদ শামি, সেই সময় তার সাবেক স্ত্রী নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তার ভিডিও দিয়ে। গত শনিবার (৮ মার্চ) নিজের ফেসবুকে একটি রিলস শেয়ার করেন হাসিন। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে দুটো মেয়ে তাকে হালকা করে গালে আবির লাগাচ্ছেন। তিনি আলতো করে তাদের আবির লাগিয়ে দেন। এরপর সেখানে আবিরের প্লেট নিয়ে হাজিয় হয় ছোট্ট আইরা (সামি ও হাসিনের একমাত্র মেয়ে)। সে আসার পর চারজন মিলে ভোজপুরী জনপ্রিয় গান ‘ললিপপ লাগেলু’-র তালে নাচ করতে থাকেন।
হাসিন জাহানের ওই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন, লাইক ও কমেন্টও করেছেন। শামির সাবেক স্ত্রী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। মাঝে মাঝেই তিনি নানা ভিডিও ও ছবি শেয়ার করে থাকেন। ফেসবুকে তার ফলোয়ার্স ৬৪ হাজার। ইনস্টগ্রামে তার ফলোয়ার্স তিন লাখ ৯ হাজার। অনেক সময় তার শেয়ার করা নানা পোস্ট নিয়ে শোরগোলও পড়ে।