
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম
সাবিনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৩:০৭ পিএম

সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে সুখবর দিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। জানালেন, এবার মহান স্বাধীনতা দিবসে সাবিনা ইয়াসমিনের সঙ্গে নতুন একটি দেশাত্মবোধক গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
আসিফ জানিয়েছেন, সাবিনা ইয়াসমিনের সঙ্গে বেশ কিছু ডুয়েট গান গাইলেও
‘আমার পতাকা লাল সবুজে আঁকা’ শিরোনামে গানটি হতে যাচ্ছে তাদের প্রথম অডিও গান। গানটির
কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান মনির। সুর-সংগীতে আছেন মনোয়ার হোসাইন টুটুল। গানটির
মিউজিক ভিডিও করছেন সৈকত রেজা।
গত মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশবরেণ্য সংগীতশিল্পী
সাবিনা ইয়াসমিন। তার শরীরের অবস্থা এখন ভালো। এরই মধ্যে এ সংগীতশিল্পীকে নিয়ে সুখবর
দিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।