সালমান-কোহলি-হৃতিকের হেয়ার স্টাইলিস্ট কে, ফি কত?

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:০৩ এএম

ভারতে একজন নাপিত আছেন যিনি এক মাথায় চুল কাটার জন্য লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। ভারতীয় সংবাদমাধ্যম জে এনের খবর অনুযায়ী, ওই নরসুন্দরের নাম আলম হাকিম।
তিনি ভারতের সবচেয়ে দামি নাপিত এবং অনেক সেলিব্রিটির হেয়ার স্টাইলিস্ট হওয়ার গৌরবও তার রয়েছে। বিলাসবহুল সাজসজ্জার জগতে আলম হাকিমের একটি বিশিষ্ট অবস্থান রয়েছে।
খবর অনুযায়ী, আলম হাকিম অভিনেতা সালমান খান, বিরাট কোহলি, হৃতিক রোশন, ভিকি কৌশল, অর্জুন কাপুর, সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান এবং অন্যান্য তরুণ প্রজন্মের অভিনেতাদের চুলের স্টাইলিস্টও।
আলম হাকিম ১৬ বছর বয়স থেকে হিজামা অনুশীলন করছেন এবং এখন তার পেশায় এক অনন্য অবস্থান এবং দক্ষতা রয়েছে। বছরের পর বছর দক্ষতার সঙ্গে আলম হাকিম কেবল অসংখ্য বলিউড তারকাকেই নয়, বরং ব্যবসায়ী এবং অভিজাত ব্যক্তিত্বদেরও নতুন চেহারা এবং স্টাইল দিয়েছেন।