Logo
Logo
×

বিনোদন

পুত্রসন্তান চাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:১৮ পিএম

পুত্রসন্তান চাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা!

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা দম্পতি শিগগিরই বাবা-মা হতে চলেছেন। কিছু দিন আগেই এ বলিউড জুটি তাদের ভক্তদের এ সুখবর দিয়েছেন। অনগত প্রথম সন্তানের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ দম্পতি। 

গত মঙ্গলবার (১১ মার্চ) কনটেন্ট ক্রিয়েটর ও র্যাপার লিলি সিংয়ের পডকাস্টে সিদ্ধার্থ মালহোত্রা তার জীবনের নানা দিক নিয়ে কথা বলেন। কীভাবে তিনি তার সন্তানকে মানুষ করবেন। কীভাবে নিজের সন্তানকে বড় করে তুলতে চান এবং কী মূল্যবোধ শেখাবেন শিশুকে। অভিনেতা বলেন, তিনি তার সন্তানকে বড় করার সময়, রাখবেন নিজের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, সন্তানকে সঠিক মূল্যবোধ দেওয়া নিয়েও বেশ সচেতনতা প্রকাশ করতে দেখা যায় তাকে।  

সিদ্ধার্থ মালহোত্রা বলেন, ‘যখন তোমার ছেলেরা বড় হবে, তখন তাদের ওপর নিয়ন্ত্রণ তোমাকে রাখতেই হবে এবং জীবনে যখনই সেই সময় আসবে, সেটা মেয়ে হোক বা ছেলে, এটা আমার অন্যতম কাজ হবে।’ সিদ্ধার্থ আরও জানান, তিনি তার সন্তানকে দৃঢ় মূল্যবোধ দিয়ে বড় করতে চান। 

উল্লেখ্য, ২০২৩ সালে বিয়ে করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। আর বিয়ের তিন বছরের মাথায় খবর শেয়ার করে নেন সন্তান আসার। ছোটদের মজার ছবি শেয়ার করে জানান যে, তারা শিগগিরই বাবা-মা হতে যাচ্ছেন। সেই পোস্টে লেখা ছিল— আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শিগগিরই আসছে। ভক্তরা এই পোস্টে সিদ্ধার্থ ও কিয়ারাকে অভিনন্দন জানিয়েছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম