বিজয়ের ইফতার আমন্ত্রণে অপমানিত মুসলিম সম্প্রদায়, অভিযোগ দায়ের

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৭:৩৫ পিএম

দশ বছর বয়স থেকেই অভিনয়ে শুরু। গত বছর হঠাৎই রাজনীতির আঙিনায় পা দেওয়ার কথা ভেবে বসলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। বিনোদন জগত থেকে বিদায় নিচ্ছেন তিনি। পর্দার জগতে বহু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার বাস্তবজীবনেও তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। সেই ভাবনা থেকেই গঠন করেছেন রাজনৈতিক দল— তামিলাগা ভেত্রি কাজাগাম (TVK)।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতির রাজনৈতিক দলের উদ্যোগে গত শুক্রবার (৭ মার্চ) চেন্নাইয়ের রয়াপেট্টা ওয়াইএমসিএ প্রাঙ্গণে একটি ইফতারের আয়োজন করা হয়। এই আয়োজনে তিনি নিজে যোগ দিয়েছিলেন মুসলিম ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী। পুরোপুরি ইসলামি পোশাকে হাজির হন অভিনেতা। সাদা পোশাকের সঙ্গে মাথায় পরেন টুপি। অনুষ্ঠানে মোনাজাতেও অংশ নিতে দেখা যায় তাকে। তারকার প্রার্থনায় যোগ দেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।
কিন্তু এবার সেই দাওয়াত নিয়েই তৈরি হলো বিতর্ক। মুসলিম সম্প্রদায়কে রীতিমতো অপমান করার অভিযোগ উঠেছে দক্ষিণী তারকার বিরুদ্ধে। তামিলনাড়ু সুন্নত জামাতের কোষাধ্যক্ষ সৈয়দ কওস আইনি পদক্ষেপ নিয়েছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বিজয় আয়োজিত ইফতারে মুসলিম সম্প্রদায়ের মানুষকে অপমান করা হয়েছে। রোজা বা ইফতারের সঙ্গে মদপান ও গুণ্ডাদের কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি, ওই অনুষ্ঠানে এদের উপস্থিতি মুসলিমদের পক্ষে অপমানজনক।
সৈয়দ কওস দাবি করে বলেন, গোটা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল ‘খারাপ’ ভাবে। তাদের কাছে বিজয় একবারও দুঃখপ্রকাশ করেননি বলে অভিযোগ করেছেন তিনি। তাদের অভিযোগ, বিজয়ের ‘বিজাতীয় রক্ষী’র সবাই তাদের অপমান করেছেন। আমন্ত্রিতদের সঙ্গে ‘গরুর মতো ব্যবহার’ করা হয়েছে বলেও তার দাবি।
সৈয়দ কওস বলেন, এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে ফের না ঘটে, সে জন্য বিজয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা কিন্তু প্রচারের আলোয় আসার জন্য অভিযোগ করিনি। ওই ইফতারে কিছু মানুষের মদপান করে উপস্থিত হওয়াতেই আপত্তি তুলেছেন আমন্ত্রিতদের একাংশ।
উল্লেখ্য, দক্ষিণী সিনেমার এ সুপারস্টার চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন করেন। তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন। ধারণা করা হচ্ছে, কোনো জোটের সঙ্গে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে থালাপতি বিজয়ের দল। বিজয়কে শেষ দেখা গেছে ২০২৪ সালে বেঙ্কট প্রভুর সিনেমা ‘গোট’-এ। এখন তিনি ব্যস্ত এইচ বিনোথের ‘জন নায়গন’ ছবির কাজে। এ ছবিতে তার পাশে দেখা যাবে পূজা হেগড়ে, ববি দেওলকেও।