Logo
Logo
×

বিনোদন

আমিরের সঙ্গে রণবীরের ‘শত্রুতার’ কারণ জানালেন আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৫১ এএম

আমিরের সঙ্গে রণবীরের ‘শত্রুতার’ কারণ জানালেন আলিয়া

এর আগে বলিউডে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ‘পিকে’সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কাপুর। এবার দুই তারকার অনুরাগীদের জন্য সুখবর। একসঙ্গে জুটি বাঁধছেন দুই সুপারস্টার। অন্তত মঙ্গলবার সে রকমই ইঙ্গিত দিয়েছেন রণবীর-ঘরনি আলিয়া ভাট। তার পরেই সামাজিকমাধ্যমে শুরু হয়েছে চর্চা।

মঙ্গলবার (১১ মার্চ) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে একটি পোস্টার। ভিডিওতে অভিনেত্রী বলেন, আমি এটা দীর্ঘ দিন ধরে আপনাদের দেখানোর অপেক্ষায় ছিলাম। আমার দুই প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে, তাও একে অপরের বিরুদ্ধে। এরপরেই তিনি পোস্টারে আমির ও রণবীরের ছবি দেখান। সেখানে দুই অভিনেতার নামের আদ্যাক্ষর ব্যবহার করে লেখা— একে ভার্সেস আরকে। সঙ্গে আলিয়া ভাট লিখেছেন— বছরের সবচেয়ে বড় শত্রুতা। এই ভিডিও থেকেই মালুম হচ্ছে ছবিটি পরিচালনা করবেন ‘দঙ্গল’খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি।

এখন অনুরাগীদের কৌতূহল— তা হলে কি আমির ও রণবীর একসঙ্গে কোনো ছবিতে জুটি বাঁধছেন? যদিও আলিয়া নতুন কাজটি নিয়ে এখনই বিশদে কিছু বলতে নারাজ। 

তবে সূত্রের দাবি— সম্ভবত কোনো নতুন বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করতে পারেন আমির ও রণবীর। দুই অভিনেতাই সামাজিক মাধ্যমে নেই। আলিয়ার মাধ্যমেই এই কাজটিকে অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। এখন আমির ও রণবীর শেষ পর্যন্ত দর্শকদের সামনে কীভাবে হাজির হন, তা জানার অপেক্ষায় অনুরাগীরা।

উল্লেখ্য, এ মুহূর্তে আমির খান তার প্রযোজিত এবং অভিনীত ‘সিতারে জমিন পর’ সিনেমাটির মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটির প্রস্তুতি শুরু করেছেন রণবীর কাপুর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম