Logo
Logo
×

বিনোদন

ওটিটিতে যা দেখবেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

ওটিটিতে যা দেখবেন

হইচইতে মুক্তি পেয়েছে হাস্যরসাত্মক মিনি ওয়েব সিরিজ ‘চিল কর না’। এটি নির্মাণ করেন অনিতীর্থ মুস্তাফি । এতে অভিনয় করেন ঐশ্বর্য সেন, রৈতিব্রত মুখার্জী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য প্রমুখ। 

বঙ্গ মুভিসে দেখা যাচ্ছে বাংলায় ডাবিংকৃত তামিল সিনেমা ‘ঠাডাম-বহুরুপী’। এটি পরিচালনা করেছেন ম্যাগিজ থিরুমেনি। এতে অভিনয় করেছেন অরুণ বিজয়, বিদ্যা প্রদীপ প্রমুখ। 

আইস্ক্রিনে দেখা যাচ্ছে নাটক ‘দূর্ঘটনা কবলিত স্বামী’। এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির প্রমুখ।

বিঞ্জে দেখা যাচ্ছে ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ভালোবাসা-বেদনা ও সুখ-দুখের গল্পের এ ফিল্মে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ফররুক আহমেদ রেহান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম