Logo
Logo
×

বিনোদন

একদিনে একশ গানের চিত্রায়ণ!

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম

একদিনে একশ গানের চিত্রায়ণ!

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় সুনামের সঙ্গে কাজ করছেন ডিজে রাহাত। সম্প্রতি তিনি নিজের পরিকল্পনায়, তত্ত্বাবধানে ও পরিচালনায় দেশের একশ শিল্পীকে দিয়ে নতুন মিউজিক অ্যারেঞ্জম্যান্টে (পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে) ফোক, বাউল গান কাভার সং হিসেবে নতুন করে গাইয়েছেন। এবার একশত গানের মিউজিক ভিডিওর কাজ একদিনেই সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। 

মিউজিক অ্যারেঞ্জম্যান্টে ছিলেন শান সায়েক ও আদিব কবির। ডিজে রাহাতের মিউজিক্যাল প্রজেক্ট ‘ই-পিয়ানো’র সঙ্গে এ প্রজেক্টে যুক্ত আছে ‘মিউজিক আলফা’। গানগুলো ‘ডিজে রাহাত’, ‘শান সাইক’, ‘আদিব কবির’, ‘মিউজিক আলফা’সহ প্রত্যেক শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। 

প্রজেক্ট প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, দেখা যায় যে, শিল্পীরা গান গাওয়ার পর সেই গান শুধু প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলেই প্রকাশ পায়। হাতেগোনা কয়েকজন শিল্পী ছাড়া আর কেউই নিজেদের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে গান প্রকাশে মনোযোগী বা আগ্রহী নয়। কিন্তু আমি মনেকরি শিল্পীদের নিজস্ব ইউটিউব চ্যানেলের প্রতি মনোযোগী হওয়া ভীষণ প্রয়োজন। তদের অুনপ্রেরণা দিতেই এই শতগানের উদ্যোগ নিয়েছি। এ প্রজেক্টের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম