Logo
Logo
×

বিনোদন

রমজানে ইতিকাফে বসবেন তামিম

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:১০ পিএম

রমজানে ইতিকাফে বসবেন তামিম

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে বিরতিতে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা।  অভিনয়ের পাশাপাশি গান গাইতে পছন্দ করতেন তিনি। বর্তমানে শুধু অভিনয়-ই নয়, নিজের ইউটিউব চ্যানেলে কোনো গান নিয়েও হাজির হতে দেখা যায় না তাকে।  

বর্তমানে ইসলামী জীবনযাপনেই যেন শান্তি খুঁজে পাচ্ছেন তিনি। নিয়মিত কোরআন শরিফ পড়ছেন, বিভিন্ন ধর্মীয় বই ও রীতিনীতি অনুসরণে ব্যস্ত সময় পার করছেন।

একটি ইসলামিক পডকাস্টও পরিচালনা করছেন তামিম। যেখানে উপস্থিত থাকছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও বক্তারা। সেখানে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন তামিম। 

সম্প্রতি নিজের গ্রামেও দারুণ এক উদ্যোগ নিয়েছেন এই অভিনেতা। তামিম ও তার বাবার প্রচেষ্টায় গ্রামের ৭টি মসজিদ আলাদা ঈদের জামাত না পড়ে একসঙ্গে সকলে ঈদগাহে ঈদের জামাত আদায় করার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা হলে তামিম জানান, রমজানের পুরো সময়টাই ধর্মে-কর্মে পার করছেন তিনি। 

তামিমের কথায়, রমজানে ব্যস্ততা একটু বেড়েছে। পডকাস্ট নিয়ে কাজ করছি। কয়েকটি পর্ব প্রচার হওয়া এখনো বাকি আছে। ২০ রমজানের পরে ইতিকাফে বসবো। চেষ্টা করছি কোরআন শরিফ ও ইসলামিক বিভিন্ন বই নিয়মিত পড়ার।

এ অভিনেতা মনে করেন, ইসলামে বর্তমানে বিভিন্ন বিভাজনের সৃষ্টি করে সকলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে। এতে আমাদেরই ক্ষতি হচ্ছে। যে কারণে অভিনেতা উদ্যোগ নিয়েছেন, এবার তার গ্রামে সকলে মিলে একসঙ্গে ঈদগাহে ঈদের জামাত আদায় করার। 

তামিম বলেন, একটা সময়ে কিন্তু সকলে ঈদের নামাজ ঈদগাহে আদায় করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। আমরা চাই, ঈদের নামাজ নিয়ে কোনো বিভাজন না থাকুক। সকলে একসঙ্গে ঈদগাহে জামাত আদায় করুক। এটাই তো আমার ধর্মের সৌন্দর্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম