Logo
Logo
×

বিনোদন

ইত্যাদিতে একসঙ্গে আসছেন হাবিব-প্রীতম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:০৫ পিএম

ইত্যাদিতে একসঙ্গে আসছেন হাবিব-প্রীতম

দেশের জনপ্রিয় দুই শিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। দীর্ঘসময় একসঙ্গে কাজ করেছেন তারা। তবে এতদিন একসঙ্গে কাজ করলেও একসঙ্গে কোনো গান করেননি। এবার ‘ইত্যাদি’র মঞ্চে এক হলেন তারা, একই গানে দিলেন কণ্ঠও। 

গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। আসছে ঈদে ‘ইত্যাদি’র বিশেষ আয়োজনে গানটি প্রচারিত হবে। 

হাবিব ওয়াহিদ বাংলা গানে এক অন্যরকম বৈচিত্র্য নিয়ে এসেছেন। গানের জগতে বহু নতুন মুখকে তিনি সুযোগ দিয়েছেন। এই তালিকাও ছিল অনেক নবীন গীতিকারও। 

অন্যদিকে, ২০১২ সালে প্রচারিত ‘ইত্যাদি’র বরিশাল পর্বের মাধ্যমে প্রীতম হাসান প্রথম টিভি পর্দায় উপস্থিত হন। বর্তমানে প্রীতমের প্রতিটি গানই দর্শকপ্রিয়তা লাভ করেছে। প্রীতমের গানে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার সংমিশ্রণ গানগুলোকে ভিন্নমাত্রা দিয়ে থাকে। শুধু গানই নয়, অভিনয়েও প্রীতম নিজের মেধার জানান দিচ্ছেন।  

‘ইত্যাদি’র আয়োজনে হাবিব ও প্রীতমের নতুন এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয়েছে চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে। প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে এই দুই তারকা মনের আনন্দে নেচেগেয়ে সবাইকে মাতিয়ে তোলেন। গানটির অংশবিশেষ ফাগুন নিকেতনেও ধারণ করা হয়।

প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে ‘ইত্যাদি’র বিশেষ আয়োজন বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। বরাবরের মতোই রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম