শাহিদ কাপুরের স্পর্শে গ্লামার বেড়েছে কারিনার!

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৩:১২ পিএম
-67cffe999cdf1.jpg)
সাবেক প্রেমিক শাহিদ কাপুরের সঙ্গে সম্প্রতি আলিঙ্গন করেছেন কারিনা। আন্তর্জাতিক পুরস্কারমঞ্চের এ ঘটনা কোথা থেকে কী হয়ে গেল!সাবেক প্রেমিক যুগলের এ দৃশ্য বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মাত্র কয়েক মুহূর্তে বদলে গেছেন করিনা কাপুর খান। অকারণে হেসে গড়িয়ে পড়ছেন তিনি। ক্ষণে ক্ষণে লজ্জায় লাল হচ্ছে গাল। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে, শাহিদের স্পর্শে কারিনার গ্লামার নাকি বেড়ে হয়েছে দ্বিগুণ।
রোববার তিনি আশমানি নীল রঙের কাঁধখোলা গাউনে সেজেছিলেন। সঙ্গে পড়েছেন মানানসই গয়না। ক্যামেরাম্যানদের ছবি বলছে, কারিনা যেন ‘জব উই মেট’ যুগে পৌঁছে গেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়তেই মায়ানগরীতে শুরু হয়েছে কানাঘুঁষা, তাহলে কি এটা শাহিদ কাপূরকে জড়িয়ে ধরার ফলাফল?
সম্প্রতি আন্তর্জাতিক স্তরের একটি পুরস্কারমঞ্চে পাশাপাশি দাঁড়িয়েছিলেন অভিনেতা-অভিনেত্রী। শুরুতে সামান্য অস্বস্তি, দ্বিধা ও জড়তা ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও বলছে, সাইফপত্মী শাহিদকে আলিঙ্গন করে কথা শুরু করেন। জড়িয়ে ধরেন পুরনো প্রেমিককে। অন্যদিকে শাহিদ তখনও অস্বস্তিতে! কী করে অতীত, এত অভিমান, আবেগ ভুলবেন তিনি? আরব সাগরের তীরে অনেক ঢেউ ভেঙেছে তারপর।
এ তিক্ততার মধ্যেই ইমতিয়াজ় আলির জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন দুজনে। সেবার ছবি বক্স অফিসেও ঝড় তুলেছিল। শাহিদ-কারিনা বরাবরের জন্য বিচ্ছিন্ন! শুধু বলিউড কেন, সেই অতীত দুই তারকার ভক্তরাও ভুলেননি।
এদিকে স্বামী সাইফের ওপর হামলায় অভিনেত্রীর জীবনে চলছে উলটপালট সব ঘটনা।