নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে: পরীমনি

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:২৫ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে আবারও নতুন প্রেমে মজেছেন এ নায়িকা। তবে এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। তুলে ধরেছেন নিজের একাকিত্বের কথা।
পরীমনি লিখেছেন, ‘আহারে জীবন। কত পলিশভাবে উপস্থাপন করতে চাই আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায়! কিন্তু আসলে কি তাই হয় সবসময়! হয় না তো। এই যে আমি, কত অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয়। শুধু এই একটা সময়ই আমার নিজেকে বড্ড একা লাগে। এতিম লাগে’।
তবে অভিনেত্রীর নানা বেঁচে থাকতে একাকিত্ব ছুঁতে পারেনি তাকে। নানার সেই স্মৃতিচারণ করে পরীমনি লিখেছেন, ‘নানা ভাই বেঁচে থাকতে কোনো দিন বুঝতে পারি নাই আমি এমনভাবে একা! কি রাত, কি দিন, কি ঠিক সময়, কি অসময়ে যখনই খেতে বসতাম, নানা ভাই সামনে বসে থাকতো।’
নায়িকা আরও লেখেন, ‘বাচ্চারা ঘুমালে একটু নিজের জন্য সময় পাওয়া যাবে ভাবি। হাতে জমে থাকা কত কাজ সেরে ফেলবো ভাবি। করিও সবই। শুধু খাবার সামনে একা বসে খেতে আর পারি না।’
শেষে লিখেছেন, ‘রোজার সময়ে আজ আর সেহরি বা ইফতারে কোনো আয়োজন থাকে না আমার। আমি সব সয়ে নতুন করে বাঁচার মানুষ বরাবরই। আমি জানি, আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাবো আমি। সময় বা অসময়ে তখন একা বসে খেতে তো হবে না আর।’
এদিকে পরীমনির এমন পোস্ট দাগ কেঁটেছে তার ভক্তদেরও। অনেকে অনেকভাবে তাকে কমন্টে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এক ভক্ত লিখেছেন, ‘ছায়াকে সঙ্গী করে নিন, ভালোবাসার মানুষের অনুভূতি উপলব্ধি করুন। এই পৃথিবীতে সবাই একা।’ আরেকজন লিখেছেন, ‘আপু তুমি আমার খুব পছন্দের একজন তুমি কখনোই একা না আমরা তোমার পাশে আছি।’