আইফা’য় আমির খানের ‘লাপাতা লেডিস’র বাজিমাত

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’র (আইফা) ২৫তম আসরে বাজিমাত করলো আমির খানের ‘লাপাতা লেডিস’ সিনেমা। এ আসরে সেরা সিনেমাসহ মোট দশটি পুরষ্কার জিতে নেয় এটি।
একই ট্রেনে থাকা দুই নববধূর স্বামী বদলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এর গল্প। এতে দুই নববধূর চরিত্রে অভিনয়ের জন্য নিতাংশি গোয়েল সেরা অভিনেত্রী ও প্রতিভা রান্তা সেরা নবাগতা হয়েছেন। এছাড়া রসিক পুলিশ কর্মকর্তার চরিত্রে দারুণ অভিনয়ের জন্য ভোজপুরি তারকা রবি কিষাণের হাতে উঠেছে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
বলিউড সুপারস্টার আমির খান প্রযোজিত এ সিনেমাটি নির্মাণ করে সেরা পরিচালক হয়েছেন আমিরেরই প্রাক্তন স্ত্রী কিরণ রাও।
সেরা মৌলিক গল্পকার হিসাবে এর লেখক বিপ্লব গোস্বামীর হাতেও উঠেছে আইফা পুরষ্কার। সেরা চিত্রনাট্যকার হয়েহে স্নেহা দেশাই, সেরা গীতিকার প্রশান্ত পান্ডে। সংগীত পরিচালক হিসাবে পুরষ্কার পেয়েছেন রাম সাম্পাত। সেরা সম্পাদনার (জেবিন মার্চেন্ট) পুরস্কারও গিয়েছে এই সিনেমাটির ঘরে।
ভারতের রাজস্থানে জয়পুর এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে ৯ মার্চ রাতে বসেছিল আইফা’র ২৫তম আসর। এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের পুরষ্কার তুলে দেয়া হয়। এ সময় মঞ্চে নেচেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, কৃতি স্যানন ও অভিনেতা শহিদ কাপুর। এছাড়া মঞ্চে হাজির হন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
এবারের আসরে প্রযোজক-পরিচালক করণ জোহরকে নিয়ে যৌথভাবে সঞ্চালকের দায়িত্বে ছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এ আসরে সেরা অভিনেতার পুরষ্কারও জিতে নেন আরিয়ান। ‘ভুল ভুলাইয়া থ্রি’তে রুহ বাবা চরিত্রে অভিনয় করে দর্শকমন জয় করেন এ অভিনেতা।
এছাড়াও ‘ভুল ভুলাইয়া থ্রি’তে বাংলা শিরোনামের গান ‘আমি যে তোমার ৩.০’ এর জন্য সেরা গায়িকা হয়েছেন শ্রেয়া ঘোষাল। ‘আর্টিক্যাল ৩৭০’ সিনেমার ‘দুয়া’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন জুবিন নটিয়াল। এ সিনেমার জন্য সেরা সংলাপ রচয়িতা বিভাগে পুরস্কৃত হয়েছেন আদিত্য ধর, অর্জুন ধাওয়ান, মোনাল ঠাকার ও পরিচালক আদিত্য সুহাস জাম্ভালে।
ক্যাটরিনা কাইফ অভিনীত ‘মেরি ক্রিসমাস’ সিনেমার জন্য সেরা রুপান্তরিত গল্পকার বিভাগে পুরষ্কার পেয়েছেন শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সুরতি, অনুকৃতি পান্ডে। ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমার ‘তওবা তওবা’ গানের জন্য সেরা নৃত্য পরিচালক হয়েছেন বোসকো-কিজার জুটি। বলিউডের দুই তারকা অজয় দেবগণ ও মাধবনের সঙ্গে ‘শয়তান’ সিনেমার জানকি বোড়িওয়ালা পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান। ‘ম্যাডগাঁও এক্সপ্রেস’ সিনেমা বানিয়ে সেরা নতুন পরিচালক হয়েছেন অভিনেতা কুনাল খেমু।
এদিকে ২৫তম আইফা অ্যাওয়ার্ডসের দ্বিতীয় সর্বাধিক পাঁচটি স্বীকৃতির মালিক হয়েছে ‘কিল’ সিনেমা। এরমধ্যে লক্ষ্য লালওয়ানি সেরা নবাগত ও রাঘব জুয়েল সেরা খল অভিনেতা হয়েছেন। বাকি তিনটি কারিগরি বিভাগের স্বীকৃতি। এগুলো হলো সেরা চিত্রগ্রহণ (রাফে মাহমুদ), সেরা শব্দসজ্জা (সুভাষ সাহু) ও সেরা শব্দ মিশ্রণ (সুভাষ সাহু, বলয় কুমার দলোই, রাহুল কার্পে)।
বলা যায় আইফা মূলত মাতিয়েছেন আমির খান। নিজে অভিনয় না করেও পুরো অনুষ্ঠান জুড়েই ছিল তার বন্দনা। ‘লাল সি চাড্ডা’র ভরাডুবির পর আমিরকে আর কোনো সিনেমায় গত কয়েকবছর দেখা যায়নি। পর্দায় আসবেন কবে সেটাও নির্দিষ্ট করে জানাননি। মাঝে শোনা গিয়েছিল দক্ষিণ ভারতের একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু সেটা গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। তবে তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়াল ‘সিতারে জামিন পার’ নিয়ে কাজ করছেন এ অভিনেতা। এ সিনেমা দিয়েই পর্দায় ফেরার সম্ভাবনা রয়েছে তার।