
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পিএম
এবার রন্ধনশিল্পী খুঁজছেন পূর্ণিমা

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৯:১৯ পিএম

আরও পড়ুন
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। অভিনয় থেকে অনেকটা দূরে আছেন বলা যায়। নতুন কোনো সিনেমার কাজে যুক্ত হয়েছেন, এমন খবরও নেই। তবে উপস্থাপনায় বেশ সরব এ নায়িকা।
টিভির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক লাইভ অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা যায় তাকে। এছাড়া বিভিন্ন রিয়েলিটি শো’য়ের বিচারকের দায়িত্বও পালন করছেন তিনি। তারই ধারাবাহিকতায় নতুন আরও একটি শো’য়ের বিচারকের আসনে বসলেন এ অভিনেত্রী।
দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন পূর্ণিমা। তিনি ও তার সহকর্মীরা মিলে খুঁজে বের করছেন দেশসেরা রন্ধনশিল্পীদের, যা এ অভিনেত্রী বেশ উপভোগ করছেন বলেও জানান। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার ও শনিবার মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে।
এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘রান্নার একটি অনুষ্ঠান নিয়ে কাজ করছি, বিচারকের দায়িত্ব পালন করছি। এখানে আমার সঙ্গে আরও বিচারক রয়েছেন। সারাদেশ থেকে রন্ধনশিল্পীরা এ শো’তে অংশ নিচ্ছেন। আপাতত এটা নিয়েই ব্যস্ততা এবং বেশ উপভোগ করছি কাজটি।’
পূর্ণিমাকে সর্বশেষ দেখা গিয়েছে ‘আহারে জীবন’ নামে একটি সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা পরিচালনা করেছেন ছটকু আহমেদ। তবে এটি প্রেক্ষাগৃহে সেভাবে দর্শক টানতে পারেনি। এছাড়াও পূর্ণিমা অভিনীত আরও দুটি সিনেমা নির্মাণাধীন রয়েছে। সেগুলো হলো নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ।
দীর্ঘদিন ধরেই এর কাজ থমকে আছে। আদৌ শেষ হবে কিনা এ নিয়েও রয়েছে সংশয়। নির্মাতাও এগুলো নিয়ে চুপ রয়েছেন। কারণ এরমধ্যে একটি ‘গাংচিল’ সিনেমাটি ফ্যাসিস্ট হাসিনার দোসর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের উপন্যাস নিয়ে নির্মিত হচ্ছে। দুটি সিনেমায় পূর্ণিমার বিপরীতে রয়েছেন ফেরদৌস ও আরিফিন শুভ।