Logo
Logo
×

বিনোদন

বুবলীকে নিশানা করে অপু বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ পোস্ট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম

বুবলীকে নিশানা করে অপু বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ পোস্ট

সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষকদের বিরুদ্ধে গড়ে উঠেছে দুর্বার আন্দোলন। এদিকে শোবিজ জগতের তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।  ইতোমধ্যে মেগাস্টার শাকিব খান, অভিনেতা নীলয় আলমগীরসহ অনেকেই দোষীদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি তুলেছেন। 

এ মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে ধর্ষণের শিকার মাগুরার ৮ বছর বয়সি শিশু আছিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিথর দেহের ছবি ঘুরে বেড়াচ্ছে, যা দেখে মর্মাহত সাধারণ মানুষ। শিশুটির মা অসহায়ভাবে আর্তনাদ করছেন, কাতরাচ্ছেন সন্তানকে নিয়ে। তবে বিনোদন জগতের মায়েদের কাছে এই বেদনার বার্তা কতটা পৌঁছেছে, সে নিয়েও প্রশ্ন উঠেছে। 

ঠিক এমন সময় ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী গত রোববার সন্ধ্যায় ফেসবুকে একটি রিল ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, তার ছেলে শেহজাদ খান বীর নিজের হাতে বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর নাম পাশাপাশি লিখছে। এই ভিডিও পোস্টের পরই চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। 

অপু বিশ্বাস লিখেছিলেন, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করছে, আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’ 

এই পোস্টের পর নেটিজেনদের ব্যাখ্যা, অপু বিশ্বাস এখানে দুজন মায়ের প্রসঙ্গ তুলেছেন—একজন মাগুরার সেই ধর্ষণের শিকার শিশুর মা, আর অন্যজন বুবলী, যিনি ছেলের ভিডিও শেয়ার করেছেন। যেখানে একটি শিশু মৃত্যুর সঙ্গে লড়ছে, সেখানে বুবলীর এমন পোস্ট অনেকের চোখে ‘আদিখ্যেতা’ বলেই মনে হয়েছে। 

শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব বহুদিনের। তারা বারবার নানা ইস্যুতে আলোচনায় এসেছেন। তবে শাকিব খান বরাবরই এ নিয়ে মন্তব্য এড়িয়ে চলেন এবং দুজনকেই তার ‘অতীত’ বলেই দূরে সরিয়ে রাখেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম