Logo
Logo
×

বিনোদন

কারিনার সঙ্গে আলিঙ্গন, মুখ খুললেন শাহিদ কাপুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৫:৪৪ পিএম

কারিনার সঙ্গে আলিঙ্গন, মুখ খুললেন শাহিদ কাপুর

প্রায় দেড়যুগ পর কারিনার সঙ্গে আলিঙ্গন করেছেন শাহিদ কাপুর। সম্প্রতি আইআইএফএ মঞ্চে দেখা হয় তাদের। সেখানে একে অপরকে আলিঙ্গন করেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে বেশ হইচই পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মাঝেই মুখ খুললেন কারিনার সাবেক প্রেমিক শাহিদ কাপুর। 

আইআইএফএর মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, এটা নতুন কিছু নয়। আমাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হয়েই থাকে। আজ মঞ্চে দেখা হয়েছে। ভবিষ্যতেও এমন দেখা হবে। ভক্তরা এটা যদি পছন্দ করেন, তবে তার চেয়ে ভালো কিছুই নেই।

ভক্তদের হয়তো মনে আছে, ২০০৭ সালে শাহিদ-করিনার প্রেম ভাঙার খবরে তোলপাড় হয় বি-টাউন। কারণ এর মাসখানেক আগেই এ জুটির ঘনিষ্ঠ মুহূর্ত দাবানলের গতিতে ভাইরাল হয়ে পড়ে। দুজনে একে-অপরের ঠোঁটে ঠোঁট ডোবানোর মুহূর্ত দেখে অনেকেই চোখ ঢেকেছিলেন সেই সময়। তার পরই ব্রেকআপ!

এরপর কথা তো দূরের কথা, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল অভিনেতা এবং অভিনেত্রীর। একে অপরকে এড়িয়ে চলতেন শাহিদ-করিনা। যে যার মতো নিজেদের সংসার গুছিয়ে নিয়েছেন। এভাবে কেটেছে ১৮ বছর।  

সেই পুরনো ‘ক্ষত’ ও মান-অভিমানের বরফ গলিয়ে প্রকাশ্যেই সাবেক প্রেমিকাকে বুকে টেনে নেন শাহিদ কাপুর। তবে এ বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটো সাংবাদিকরা। 

আসলে ঘটনা হলো বিশেষ অতিথিদের সম্মান জানাতেই মঞ্চে উঠেছিলেন শাহিদ-করিনা। এর ফাঁকেই প্রাক্তনের সঙ্গে হাসিমুখে কথা বলে নিজেদের মধ্যে আলিঙ্গন সারেন তারা। আর এ দৃশ্য রীতিমত ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আলোচনা- সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম