-67ceb2ea9efe3.jpg)
‘পরিবার’কে পাশে সরিয়ে টালিউড অভিনেতা দীপক অধিকারী দেবের আপাতত ‘অ্যাকশন’-এ মন। সিনেমা ‘খাদান’ থেকে শুরু। আগামী ছবি ‘রঘুডাকাত’-তেও সে ধারা অব্যাহত রয়েছে। তাই বলে কি ‘বিয়ে’, ‘সংসার’— এসব একেবারেই ভুলে গেছেন? মোটেও না।
জি বাংলায় শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’র প্রচার ছবির শুটিংয়ে এসেছিলেন এই সংসদ সদস্য ও অভিনেতা। ধারাবাহিকের নায়ক রুবেল দাসের সঙ্গে তার পূর্ব পরিচিতি ছিল। রুবেল যে তার ‘প্রজাপতি’ নায়িকা শ্বেতা ভট্টাচার্যকে বিয়ে করেছেন, সে খবরও রেখেছেন দেব। মুখোমুখি হতেই নায়ককে ডেকে বলেন, বিয়ে করে কেমন আছ? শ্বেতা কেমন আছে? গতকাল রোববার (৯ মার্চ) ছুটির আমেজ নিয়েই একটি গণমাধ্যমকে ফোনে জানালেন ছোটপর্দার ‘হিরো’ রুবেল দাস।
কার মাথায় প্রথম এসেছিল— ধারাবাহিকের প্রচারে দেব থাকবেন, কেনইবা মনে হলো?—এমন প্রশ্নের উত্তরে জানেন না বলে জানান রুবেল। তবে দেবের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে তিনি চনমনে। দেবকে বিয়ের টিপস দিলেন নাকি? পাল্টা প্রশ্ন রাখতেই রুবেলের গলায় কি ঈষৎ জড়তা? অল্প হেসে যেন বিষয়টি হালকা করতে চাইলেন। জানালেন তিনি দেবকে বিয়ের পরামর্শ দেবেন! এসব নিয়ে আর কোনো কথাই হয়নি তার। বরং দেব এদিন যেন সাংবাদিকের ভূমিকায় ছিলেন। একের পর এক প্রশ্ন করে গেছেন ধারাবাহিকের নায়ক ‘শাক্যজিৎ চট্টোপাধ্যায়’ ওরফে রুবেলকে।
যেমন কত বছর ধরে মেগা ধারাবাহিকে অভিনয় করছেন রুবেল? কী রকম ছুটি পান? ৩০ দিনে কাজ থাকে শুনে ভীষণ অবাক বাংলার বর্তমান ‘সুপারস্টার’। শুটিং শেষ হতেই রুবেলকে বুকে জড়িয়ে নিয়ে তার নতুন ধারাবাহিকের সাফল্য কামনা করেন পাগলু।
আগের মতোই আছেন দেব। একটুও বদলাননি। এটা অভিনেতার ইতিবাচক দিক বলে জানান রুবেল। এর আগে প্রসেনজিৎ একাধিক ধারাবাহিক প্রযোজনা করেছেন। প্রচারেও যোগ দিয়েছেন। দেব ছোটপর্দায় নাচের রিয়্যালিটি শোতে বিচারকের আসনে বসেছেন। প্রচার ছবিতে এই প্রথম।
সাধারণ ঘরের ছেলে রুবেল। অনেক পরিশ্রম আর অপমান সহ্য করে ছোটপর্দার জনপ্রিয় নায়ক তিনি। সেও কি পারেন আগের মতো ফুচকা খেতে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে? জবাব এলো— ভীষণভাবে পারি। বাংলার চার খ্যাতনামা নায়কের চলন-বলন-উচ্চারণ হয়তো তার সংলাপ উচ্চারণ শুনতে পাবেন দর্শক। বলতে বলতেই রুবেল অনায়াসে পর পর মিঠুন, প্রসেনজিৎ, জিৎ, দেবের ভঙ্গিতে কথা বলে উঠলেন। এমনিতেই অভিনেতা দক্ষ নৃত্যশিল্পী। চরিত্র জীবন্ত করতে নতুন করে সে সবে শান দিচ্ছেন। অ্যাকশনটাও অভ্যাস করে নিচ্ছেন।
ফোন রাখার আগে দেবের প্রশ্নের পুনরাবৃত্তি, বিয়ের পর কেমন আছেন রুবেল? এবার কপট অভিমান মিশল কণ্ঠস্বরে বললেন, ভেবেছিলাম, শুরুতেই জানতে চাইবেন। তা না করে সবশেষে। পরক্ষণেই ঝলমলে রুবেল। উচ্ছ্বসিত হয়ে জানালেন ভালো আছেন। খুব যে কিছু বদল ঘটেছে, তা নয়। তবে আগে শ্বেতা বাড়ি চলে যেতেন। এখন নায়কের সঙ্গে এক ছাদের নিচে। ঘুম থেকে কাজ— সব একসঙ্গে হচ্ছে। হাসতে হাসতে বললেন, কাকতালীয়ভাবে একই স্টুডিওতে আমাদের শুটিং হচ্ছে। আলাদা থাকার কোনো সুযোগই নেই।