Logo
Logo
×

বিনোদন

কারিনাকে জড়িয়ে ধরার পর শাহিদের সংসারে কলহ!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১১:৫৫ এএম

কারিনাকে জড়িয়ে ধরার পর শাহিদের সংসারে কলহ!

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও অভিনেতা শাহিদ কাপুর একটা সময় সম্পর্কে থাকলেও বিচ্ছেদের পর তাদের মধ্যে বিন্দুমাত্র বন্ধুত্ব ছিল না। ‘জব উই মেট’ সিনেমার পর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। সেই সময় মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল। কারণটা হয়তো আজও অনেকেরই অজানা। 

দীর্ঘদিন যে যার জীবনে নিজেদের মতো এগিয়ে গেছেন। কিন্তু হঠাৎ গত শনিবার (৮ মার্চ) জয়পুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কারিনা কাপুর খান ও শাহিদ কাপুর। অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে কথাও বলতে দেখা যায় তাদের। এ বিষয়টি নিয়েই সামাজিক মাধ্যমে মজার পোস্ট করেছেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকী। ছাড়লেন না শাহিদ ও বেবোকেও। শাহিদের বাড়িতে নাকি বড়সড় ঝগড়া বাঁধতে চলেছে। প্রমাদ গুনছেন মুনাওয়ার। 

সামাজিক মাধ্যমে সেই পোস্টে মুনাওয়ার লিখেছেন—শাহিদ কাপুরের বাড়িতে আজ ঝগড়া হবে। কারিনা ও শাহিদের সম্পর্ক নিয়ে একসময় সরগরম থাকত বলিউড। দুজনের উষ্ণ চুম্বনের দৃশ্য নিয়েও চর্চা হয়েছিল। সেই সাবেক প্রেমিকার সঙ্গেই দেখা হতে আলিঙ্গন আর তার পর হাসিমুখে বাক্যবিনিময়! বিষয়টি কি আদৌ ভালোভাবে নেবেন শাহিদপত্নী মীরা কাপুর? না কি শাহিদের সঙ্গে সাংসারিক কলহ হবে! এই প্রশ্নই মজা করে উসকে দিয়েছেন মুনাওয়ার। কৌতুকশিল্পীর পোস্টে সম্মতি জানিয়েছেন অনেকেই। হাসির রোল উঠেছে বলিপাড়ায়।

শাহিদ-কারিনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাবেক তারকাযুগলের অভিব্যক্তি দেখে অনুরাগীদের অনুমান— মুখোমুখি হয়ে প্রথমে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন তারা। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু সামনে তাক করা অজস্র ক্যামেরা। তাই পরিস্থিতি সামাল দিতে কথা বলা ও পরস্পরকে আলিঙ্গন করার বিষয়ে উদ্যোগী হন কারিনাই। ফেরাননি শাহিদ।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম