আমিরের জন্মদিনে উদযাপন দেশজুড়ে, চমকের অপেক্ষায় বলিপাড়া

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম
-67ce799ac55c8.jpg)
ছবি: সংগৃহীত
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান আর কয়েক দিন পরই প্রবীণ নাগরিকের তালিকায় নাম লেখাতে চলেছেন। কারণ বর্তমান বয়স তার ৬০ ছুঁইছুঁই। ক্যালেন্ডার বলছে— আগামী শুক্রবার (১৪ মার্চ) থেকে এ অভিনেতা ‘প্রবীণ নাগরিক’। কিন্তু তার চেহারা বলছে— ‘চকোলেট হিরো’র যাবতীয় লক্ষণ তাকে ছেড়েও যেন ছাড়েনি। আজও তিনি হাসলে অনেক নারীর বুকে দোলা লাগে। তারই জেরে নাকি উত্তর বসন্তে আমিরের প্রেমে পড়েছেন বেঙ্গালুরুর এক নারী।
আবার কাজের সময় এই নায়কই প্রচণ্ড খুঁতখুঁতে। ক্যামেরার খুঁটিনাটি থেকে বাকি সহ-অভিনেতাদের অভিনয়— কোনো কিছুই তার শোনদৃষ্টি এড়ায় না। এমন এক ব্যক্তির জন্মদিনে বিশেষ আয়োজন থাকবে না, তা কি করে হয়?
বলিউড সূত্রে জানা গেছে, আগামী ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমির অভিনীত নানা স্বাদের ছবি দেখানো হবে। এই বিশেষ উদযাপনের নাম ‘আমির খান: সিনেমা কা জাদুগর’। গতকাল রোববার (৯ মার্চ) এ কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা ছবি দেখতে পাবেন তার ভক্ত-অনুরাগীরা। জন্মদিন উপলক্ষ্যে আমির অভিনীত নানা স্বাদের ছবি দেখানো হবে। এমন একটি ঘোষণার জন্য কেন জাভেদকে বেছে নেওয়া হলো?
তারও জবাব রয়েছে। জাভেদের লেখা চিত্রনাট্যেই প্রথম অভিনয় করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা। একইভাবে ফারহান আখতারের প্রথম সিনেমাও আমিরের সঙ্গে। অভিনেতা সম্পর্কে বলতে গিয়ে জাভেদ আখতার জানান, তিনি কিছুতেই ‘দঙ্গল’ সিনেমার কথা ভুলতে পারেন না। যেখানে বয়সের আগেই আমির এ ছবিতে বয়ঃবৃদ্ধ পিতা। তিন কন্যার অভিভাবক। আমিরের সব সিনেমার মধ্যে বর্ষীয়ান চিত্রনাট্যকার তাই এই সিনেমাকেই এগিয়ে রাখেন।

