Logo
Logo
×

বিনোদন

চিরকুটের চতুর্থ অ্যালবাম পেন্ডুলাম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৯:২১ এএম

চিরকুটের চতুর্থ অ্যালবাম পেন্ডুলাম

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। কিছুদিন আগেই এ ব্যান্ডের দলনেতা ও প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি বলেছেন, তাদের চতুর্থ অ্যালবামের কাজ শুরু করবেন। 

ঘোষণা অনুযায়ী বর্তমানে অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছে দলটি। এরই মধ্যে চতুর্থ অ্যালবামের নাম রেখেছেন ‘পেন্ডুলাম’। এরই মধ্যে পাঁচটি গানের কাজ সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। অ্যালবামে মোট দশটি গান থাকবে। 

এ প্রসঙ্গে শারমিন সুলতানা সুমি বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু ব্যান্ডই নয়, একটি পরিবার। আমাদের চতুর্থ অ্যালবামের অর্ধেকের বেশি গান শেষের পথে। এখন রাতদিন করে আমরা সবাই কাজ করছি। আমাদের সব পরিশ্রম শুধুই ভক্তদের জন্য। তারাই আমাদের কাছে সব। আশা করছি প্রতিটি গানই হৃদয় জুড়িয়ে দেবে।’ 

নতুন অ্যালবামটি কবে প্রকাশিত হবে এ বিষয়ে এখনো নিশ্চিত করেননি তিনি। উল্লেখ্য, চিরকুটের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’। সবশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তৃতীয় অ্যালবাম ‘উধাও’।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম