Logo
Logo
×

বিনোদন

বাবা-মায়ের নাম লিখল বীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:১৪ পিএম

বাবা-মায়ের নাম লিখল বীর

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অন্যতম প্রথম সারির নায়িকা শবনম বুবলী। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে, তবে অভিনয়ের মাধ্যমে সিনেমায় পদার্পণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনয়ের দক্ষতা ও পরিশ্রমের ফলস্বরূপ, দর্শকমহলে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

শবনম বুবলী শুধু অভিনয়ে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব। প্রায়শই তিনি তার ভক্তদের সঙ্গে নিজের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করেন। সম্প্রতি, তিনি একটি ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে, যেখানে তার ছেলে শেহজাদ খুব মনোযোগ দিয়ে খাতায় শাকিব, বুবলী ও নিজের নাম লিখছে। এ সময় বুবলী তাকে বলতে শোনা যায়, ‘বাবা, তুমি এগুলো কী লিখেছো?’

ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা, মাশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা শেহজাদের লেখার বেশ প্রশংসা করেছেন। 

জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী কমেন্ট বক্সে বলেন, ‘ওরে! অনেক দোয়া। শবনম ইয়াসমিন বুবলী তোমার তো আজ অনেক আনন্দের মুহূর্ত।’ আরেকজন নেটিজেনের কথায়, ‘মাশাল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও আপু, ভালোবাসা রইলো।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম